বছর খানেক আগে ভারত থেকে পলাতক প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদীর সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে দেখা গিয়েছিল সুস্মিতা সেনকে। সেই সময় প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীর সঙ্গে ছবি দিয়ে ললিত প্রায় ঘোষণা করে দেন সুস্মিতাই তাঁর অর্ধাঙ্গিনী। সেই সময় তুমুল ঝড় ওঠে। বিস্তর বিতর্ক হয় কেউ কেউ সুস্মিতাকে ‘লোভী’, ‘সুবিধাবাদী’ বলে দাগিয়ে দেন। যদিও পরে সুস্মিতা জানান, তিনি অবিবাহিত এবং তাঁর যে ক’টা হিরে সব নিজের উপার্জনের অর্থেই কেনা। এই ঘটনার পর পরই সুস্মিতা অসুস্থ হন। তার পরই জীবনে ফিরে আসেন পুরনো প্রেমিক রোহমান শল। সর্বক্ষণ অভিনেত্রীর ছায়াসঙ্গী হয়ে থাকেন। অনেকেরই কৌতূহল তবে কি পুরনো প্রেমিকের কাছেই ফিরলেন সুস্মিতা! এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন রোহমান।
আরও পড়ুন:
কাশ্মীরি মডেল জনপ্রিয় বিজ্ঞাপনের মুখ। কিছু ওয়েব সিরিজ়ে কাজ করেছেন। কিন্তু এখন সাফল্য অধরা রোহমানের। তাই সুস্মিতার সঙ্গে সম্পর্কে যাওয়ার প্রসঙ্গে রোহমান জানান, তাঁর অত ক্ষমতাই নেই। এক সাক্ষাৎকারে রোহমান বলেন, ‘‘সুস্মিতার যে ধরনের হিরে চাই সেটা দেওয়ার ক্ষমতা হয়নি। ২২ ক্যারাটের কমে হিরে ওর পছন্দ নয়। সেটার জন্য অনেক অর্থের প্রয়োজন ও সময়ও লাগবে। তাই যখন সেই সামর্থ্য হবে তখন।’’ তবে কি অভিনেত্রীর উচ্চাশাই কি সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ? সরাসরি সেই বিষয়ে কোনও মন্তব্য না করলেও রোহমানের ইঙ্গিত যেন সে দিকেই। রোহমানের সঙ্গে বিচ্ছেদের সময় সঙ্গে নিজের ছবি দিয়ে প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী লিখেছিলেন, “আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম... ভালবাসাও থেকে যাবে।” সে কথাই রাখছেন সুস্মিতা। একই ভাবে কথা রেখেছেন রোহমান। এই মুহূর্তে তিনি নিজেকে ‘সিঙ্গল’ বলেই পরিচয় দিচ্ছেন। তবু যেন সুস্মিতার সঙ্গে তাঁর যাপন এখনও বিদ্যমান।