ঠিক চার মাস ছ’দিন। গত ২৪ জানুয়ারি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করেছিল সিবিআই। লোকসভা নির্বাচনের আগে তাঁর গ্রেফতারি পরিকল্পিত কি না, সে প্রশ্ন তখনই ছিল। গত কয়েক দিনে রাজ্য রাজনীতিতে যে বিরাট পালাবদল ঘটেছে, তা আরও অনেক প্রশ্ন উস্কে দিচ্ছে। ভেঙ্কটেশ ফিল্মসের সাম্প্রতিক অবস্থা খুব আশাব্যঞ্জক নয় বলেই ইন্ডাস্ট্রি সূত্রে খবর। এই পরিবর্তিত পরিস্থিতিতে এসভিএফ আগের মতোই টলিউডে তাদের দাপট বজায় রাখতে পারবে কি না, সে প্রশ্নও জোরালো হয়ে দাঁড়িয়েছে।
বাংলা ইন্ডাস্ট্রির ক্ষুদ্র বাজারে এসভিএফ-এরই সবচেয়ে বেশি ছবি রিলিজ় করে। লক্ষ করলে দেখা যাবে, জানুয়ারির পর থেকে সংস্থা ছবি তৈরি ও রিলিজ় দুটোই কমিয়ে দিয়েছে। পরপর বেশ ক’টি ছবি আটকে গিয়েছে। অঞ্জন দত্তর ‘অপারেশন রাইটার্স’, অরিন্দম শীলের ‘খেলা যখন’ ঘোষণা হওয়ার পরেও ফ্লোরে যায়নি। যদিও সংস্থার বক্তব্য, অঞ্জনের ছবিতে চিত্রনাট্য নিয়ে জটিলতা তৈরির কারণে তা আটকেছে। বাণিজ্যিক ছবি ‘কে তুমি নন্দিনী’র বাজেট কাটছাঁট করা হয়েছিল বলেও শোনা যায়। সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবুর শুটিং বন্ধ হয়েছে।
শ্রীকান্তের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলেছে, সেই প্রশ্ন রাখা হয়েছিল সংস্থার আর এক কর্তা মহেন্দ্র সোনির কাছে। তাঁর জবাব, ‘‘শ্রীকান্ত ক্রিয়েটিভ কলগুলো নিত। ও না থাকায় প্রভাব তো পড়বেই। কিন্তু তার মানে সংস্থার কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে, এমন নয়। আগামী সাত-আটটা ছবির পরিকল্পনা রয়েছে। ‘গুমনামী’র শুটিং শুরু হয়েছে।’’ তাঁর বক্তব্য অনুযায়ী, কাকাবাবু বাতিল হয়নি। কেনিয়ায় শুটিংয়ে কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। ফলে পুজোয় রিলিজ় করা সম্ভব হতো না বলেই ‘গুমনামী’ নিয়ে এগিয়েছেন তাঁরা।