Advertisement
E-Paper

রবীন্দ্রনাথ থেকে অতুলপ্রসাদ! গানে ও কবিতায় ‘অন্য আমি’ তুলে ধরবেন স্বাগতালক্ষ্মী, সাহেব ও শোভনসুন্দর

বাংলার প্রায় সব গানেই জায়গা করে নিয়েছে কোনও এক ‘আমি’ বা ‘তুমি’। তবে তারা সকলেই নিজেদের মতো করে স্বতন্ত্র ও ভিন্ন। সেই সব ‘আমি’ ও ‘তুমি’দের এবার গানে ও কবিতায় তুলে ধরবেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায় ও শোভনসুন্দর বসু।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ২০:৪৯
Swagatalajshmi Dasgupta, Saheb Chatterjee and Shovansundar Basu to perform in Kala Mandir

অনুষ্ঠানে থাকবেন শোভনসুন্দর, স্বাগতালক্ষ্মী। ছবি: সংগৃহীত।

বাংলা গানের ভান্ডারে রয়েছে অসংখ্য প্রেমের গান। কখনও সেই প্রেম বিরহের রূপ নিয়েছে। প্রায় সব গানেই জায়গা করে নিয়েছে কোনও এক ‘আমি’ বা ‘তুমি’। তবে তারা সকলেই নিজেদের মতো করে স্বতন্ত্র ও ভিন্ন। সেই সব ‘আমি’ ও ‘তুমি’দের এ বার গানে ও কবিতায় তুলে ধরবেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায় ও শোভনসুন্দর বসু।

‘অন্য আমি’ নামে এই অনুষ্ঠানের ভাবনা ও পরিকল্পনা করেছেন জয় দত্তগুপ্ত। এই অনুষ্ঠান নিয়ে স্বাগতালক্ষ্মী বলেন, “বিভিন্ন রকমের ‘আমি’কে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। বাংলার বহু গীতিকার ও সুরকারদের গান থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর, অতুলপ্রসাদ থেকে শুরু করে বাংলার সমস্ত গীতিকারদের গানই গাইব। নিজের তৈরি গানও গাইব।”

অনুষ্ঠানে গাইবেন সাহেব চট্টোপাধ্যায়ও।

অনুষ্ঠানে গাইবেন সাহেব চট্টোপাধ্যায়ও।

২২ জুন এই অনুষ্ঠান কলামন্দিরে আয়োজিত হবে। গান গাইবেন স্বাগতালক্ষ্মী ও সাহেব। কবিতা আবৃত্তি করবেন শোভনসুন্দর। জয় দত্তগুপ্ত জানিয়েছেন, “একজন কবি বা একজন গীতিকারের সমগ্র কাব্য বা সঙ্গীত ভাবনা যে বিষয়গুলি ঘিরে জারিত হয় তার সিংহভাগ জুড়ে থাকে দু’টি পরম প্রিয় শব্দ— তুমি আর আমি। যাবতীয় প্রেম, ভালবাসা, মান, অভিমান, ক্রোধ এবং সৌভ্রাতৃত্ব এই দু’টি সম্বোধনের হাত ধরেই দাঁড়িয়ে থাকে পরস্পরের মুখোমুখি। বাংলার কবি এবং গীতিকারের সেই ‘আমি’ শব্দকে কত ভাবে কত রূপে লিখেছেন। সে কালের রবি-নজরুল থেকে কবীর সুমনের কলমে এই ‘আমি’ ভিন্ন রূপ রয়েছে। তাই নিয়েই অনুষ্ঠান ‘অন্য আমি’।”

কখনও সলিল চৌধুরী, কখনও জয় গোস্বামী, কখনও জীবনানন্দ দাশ, আবার কখনও ভূপেন হাজারিকা এবং কবীর সুমনের লেখা উঠে আসবে এই অনুষ্ঠানে।

Swagatalakshmi Dasgupta Saheb Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy