একের পর ছবিতে অভিনয় করে বলিউডকে তাক লাগিয়ে দিচ্ছেন তাপসী পান্নু। দক্ষিণে তিনি বরাবরই পরিচিত মুখ। বলিউডও এখন তাঁকে ভাল করেই চেনে। সেই তাপসী পান্নুকেই বিনা কারণে টুইটারে ট্রোলড হতে হল। আর তার জবাব এমন দিলেন ‘পিঙ্ক’-এর অভিনেত্রী, তা গুগ্লে খুঁজতেই অনেক সময় লেগে গেল সেই ট্রোলারের।
টুইটারে আকু পাণ্ডে নামে এক ইউজার তাপসী পান্নুর উদ্দেশ্যে লেখেন, ‘আপনার শরীরের অঙ্গপ্রতঙ্গগুলো আমি ভালবাসি।’ এ কথা শুনে তো যে কারও রেগে যাওয়ার কথা! কিন্তু রাগলেন না তাপসী। ঠান্ডা মাথায় জবাব দিলেন নায়িকা।
সেই ইউজারকে তাপসী বললেন, ‘‘আমারও সেগুলোকে ভাল লাগে। কিন্তু আপনার প্রিয় কোনটা? আমার কিন্তু প্রিয় সেরিব্রাম।’’ তাপসীর এমন উত্তর শোনা মাত্রই টুইটারে তাঁকে বাহবা দিতে থাকেন তাঁর ভক্তেরা। কেউ বলেন, ‘আপনি বস লেডি!’ কেউ আবার বলেন, ‘যে জিনিসটার কথা আপনি বললেন, সেটা বোধ হয় ট্রোলারের নেই।’
Wow! I like them too. BTW which is your favourite ? Mine is the cerebrum. https://t.co/3k8YDbAL64
— taapsee pannu (@taapsee) December 17, 2018
সেই জিনিস অর্থাৎ সেরিব্রাম। তাপসী সেরেব্রাম লেখার কিছু পরেই গুগ্লে বহু মানুষ সার্চ করেছেন এই শব্দটা। ট্রোলারকে তাপসী জবাব দিয়েছেন রাত ৯টা নাগাদ। আর তার পর থেকে ভারতের গুগ্ল সার্চে ট্রেন্ডিং ছিল এই সেরেব্রাম ইংরেজি শব্দটাই। একজন তো পরিসংখ্যান দিয়েই সোজা দেখিয়েছেন গুগ্ল-এর হালচাল।
You actually caused a surge in @GoogleIndia 's search trend last night and today ( after your tweet at 9 pm ) for 'cerebrum' looks like Mr Pandey and his friends were busy trying to figure out what it meant pic.twitter.com/QtHrFKY4ZB
— R a h u l (@iam_rahool) December 18, 2018
রাহুল নামের সেই ব্যক্তি টুইটারে লিখছেন, ‘‘আপনার কারণেই গুগ্লে সেরিব্রাম নিয়ে সার্চ বেড়ে গিয়েছে। ট্রেন্ডিংও হয়ে গিয়েছে গুগ্লে। মনে হয় আপনার উত্তর পাওয়ার পর মিস্টার পাণ্ডে এবং তাঁর দলবল সেরিব্রামের মানে খুঁজতেই ব্যস্ত।’’
আরও পড়ুন: সারা কোথায়? এ যে অনন্যা পান্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন কার্তিক!
আরও পড়ুন: অরিজিত্ সিংহের গানের সুর চুরি! ট্রোলড আমেরিকান র্যাপার
আর আগেও বহুবার ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছে তাপসীকে। কিন্তু বার বারই তিনি ঠান্ডা মাথায় এসবের মোকাবিলা করে থাকেন। অক্ষয় কুমারের সঙ্গে মিশন মঙ্গল ছবির কাজে হাত দিয়েছেন অভিনেত্রী। সুজয় ঘোষ পরিচালিত পরবর্তী ছবিতেও দেখা যাবে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে তাপসী পান্নুকে।
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)