ব্যক্তিগত জীবন নিয়ে আগাগোড়াই মুখে কুলুপ তাঁর। বিবাহবিচ্ছেদ, প্রাক্তন স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব নিয়ে সহস্র কটাক্ষের পরেও নিশ্চুপ থেকেছেন বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসান রহমান খান। তবে ইন্ডাস্ট্রির সহকর্মীর পাশে দাঁড়াতে সরব হলেন তিনি।
শনিবার সকালে একটি ফেসবুক পোস্টে নেটাগরিকদের ট্রোলিং নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশের অভিনেতা নিলয় আলমগীর। তিনি জানিয়েছেন, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে নেটমাধ্যমে ছবি দিয়ে নানা কুমন্তব্যের মুখে পড়তে হয়েছে তাঁকে। প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয় বিয়ে করে কেন হাসিখুশি ছবি দিয়েছেন, এমন প্রশ্নের মুখেও নাকি পড়তে হয়েছে তাঁকে।
সহকর্মীর এই লেখাটিকে নিজের ফেসবুকের দেওয়ালে তুলে এনেছেন তাহসান। এর পর ব্র্যাক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক লিখেছেন, ‘প্রতিদিন কাউকে না কাউকে হেয় প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি? এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি?’