সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে বনিবনা হয়নি দীপিকা পাড়ুকোনের। ‘স্পিরিট’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকার। কিন্তু নিজের কিছু স্পষ্ট দাবি রাখেন তিনি। আট ঘণ্টার কাজ আর ২০ কোটি টাকা পারিশ্রমিক— এই ছিল দীপিকার দাবি। এর জেরেই নাকি বাদ পড়তে হয়েছে প্রথম সারির নায়িকাকে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হতেই নাম না করে ‘নারীবাদ’ নিয়েও খোঁচা দিয়েছেন সন্দীপ রেড্ডি বঙ্গা।
বিতর্কের জেরে সমাজমাধ্যমের নেটাগরিকেরা দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। কেউ দীপিকার পক্ষে, কেউ আবার বঙ্গার পক্ষে। এর মধ্যে কোন পক্ষ বেছে নিলেন তমন্না ভাটিয়া, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিনোদন জগতে মহিলাদের কী কী সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, সেই সংক্রান্ত একটি ভিডিয়োয় ‘লাইক’ করেছিলেন অভিনেত্রী। বিষয়টি চোখে পড়ে নেটাগরিকদের। সঙ্গে সঙ্গে তাঁরা সমাজমাধ্যমে লিখতে শুরু করেন, “দীপিকাকে সমর্থন করেছেন তমন্না।” কিন্তু এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন তমন্না নিজে।
আবার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি ভাগ করে নিয়ে তমন্না লেখেন, “ইনস্টাগ্রাম কি দয়া করে বলে দিতে পারবে, কী ভাবে নিজে থেকেই কোনও পোস্টে ‘লাইক’ পড়ে যেতে পারে! কারণ কিছু মানুষ এই নিয়ে রীতিমতো খবর তৈরি করে ফেলছে। আমার সত্যিই অনেক কাজ রয়েছে।”
এই পোস্টে তমন্না স্পষ্ট করে দেন, তিনি কোনও পক্ষ নেননি। যদিও নেটাগরিকের বক্তব্য, এই পরিস্থিতিতে অভিনেত্রী হিসেবে কোনও একটা পক্ষ নেওয়া উচিত ছিল তমন্নার।
উল্লেখ্য, সন্দীপ রেড্ডি বঙ্গার ছবিতে দীপিকার বদলে দেখা যাবে তৃপ্তি ডিমরীকে। অভিনেত্রী এই ছবির জন্য চার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।