Advertisement
E-Paper

‘কেউ আমার কোমর স্পর্শ করে গেল, পিছন ফিরে দেখি...’, ভয়াবহ যৌন হেনস্থার অভিজ্ঞতা অম্রুতার

এই ঘটনাটি আর এক নামজাদা প্রযোজকের সঙ্গে ঘটে। তিনি নাকি রোজ রাত হলেই অম্রুতার সঙ্গে মদ্যপান করতে চাইতেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৮:৪১
Actress Amruta Subhash shares that she faced horrible experience with two producers

ভয়াবহ অভিজ্ঞতা অম্রুতার। ছবি: সংগৃহীত।

চাকচিক্যে ভরা বিনোদন জগতের ভিতরে রয়েছে এক অন্ধকার জগৎ। সেই জগতে মহিলাদের কতটা নিরাপত্তা রয়েছে, তা নিয়ে বার বার প্রশ্ন উঠেই থাকে। বিনোদন জগতে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ‘সেক্রেড গেম’ ও ‘গল্লি বয়’-খ্যাত অভিনেত্রী অম্রুতা সুভাষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জগতের বড় এক ব্যক্তিত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

এক নামকরা প্রযোজকের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অম্রুতা। সেই অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, “এক নামকরা প্রযোজক ছিলেন। মনে আছে, একদিন আমি সিঁড়ি দিয়ে উঠছি। কোনও ভাবে আমার টপটি উপরের দিকে উঠে গিয়েছিল। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত অনুভূতি হল। আমার মনে হল, কোমরে কেউ স্পর্শ করছে। পিছন ফিরে দেখি এক বড় মাপের প্রযোজক।”

সঙ্গে সঙ্গে সেই প্রযোজককে অম্রুতা প্রশ্ন করেছিলেন, “এই মাত্র আপনি কী করলেন? এটা কী ধরনের ব্যবহার ছিল?” তার পর নাকি সেই প্রযোজক এমন ভান করেছিলেন, যেন কিছুই ঘটেনি। তবে থেমে থাকেননি অম্রুতা। ফের প্রশ্ন করেন, “এটা আপনি কী করেন?” অম্রুতার গলার আওয়াজ শুনে সকলে চমকে যান। ঘাবড়ে গিয়ে সেই প্রযোজক বলেছিলেন, “না না, আসলে আপনার টপটা উঠে গিয়েছিল। আমি ঠিক করতে গিয়েছিলাম।”

এই উত্তর শুনে আরও রেগে যান অম্রুতা। তিনি বলেন, “সেটা আপনাকে দেখতে হবে। সাহস কী ভাবে হয় আমাকে স্পর্শ করার?”

আরও একটি ঘটনার কথা তুলে ধরেন অম্রুতা। এই ঘটনাটিতেও আর এক নামজাদা প্রযোজকের কথা উল্লেখ করেছেন অম্রুতা। তিনি নাকি রোজ রাত হলেই অম্রুতার সঙ্গে মদ্যপান করতে চাইতেন। প্রথম দিকে এড়িয়ে গেলেও পরে জবাব দিয়েছিলেন তিনি। অম্রুতা এক দিন সকলের সামনে বলেছিলেন, “স্যর, আপনি আমার বাবার বয়সী। এই ভাবে কেন আমার সঙ্গে কথা বলছেন? কী সমস্যা আপনার?” সেই প্রযোজকের চোখে চোখ রেখে কথাগুলো বলেছিলেন অভিনেত্রী।

Amruta Subhash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy