Advertisement
E-Paper

লম্বা ‘মর্মভেদী’ ছুটি কাটিয়ে আমেরিকা ফিরলেন তনুশ্রী

সোশ্যাল মিডিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করেছেন তনুশ্রী। তিনি লিখেছেন, ‘আমেরিকা যাওয়ার পথে। প্রায় ছ’মাস পরে ফিরছি। আমার পরিবারকে সবচেয়ে বেশি মিস করব।’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১৪:৪২
তনুশ্রী দত্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

তনুশ্রী দত্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

তনুশ্রী দত্তকে মনে পড়ছে তো? প্রাক্তন মিস ইন্ডিয়া তথা বলি নায়িকা কয়েক মাস আগেই ভারতে এসে সোশ্যাল মিডিয়ায় #মিটু প্রসঙ্গে ঝড় তুলেছিলেন। নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে শেয়ার করার পর মুখ খুলেছিলেন আরও অনেকে। গত কয়েক বছর ধরে মার্কিন মুলুকে থাকেন তনুশ্রী। ভারতে এসে শিরোনামে আসার পর ফের আমেরিকায় ফিরে গেলেন নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করেছেন তনুশ্রী। তিনি লিখেছেন, ‘আমেরিকা যাওয়ার পথে। প্রায় ছ’মাস পরে ফিরছি। আমার পরিবারকে সবচেয়ে বেশি মিস করব।’

মূলত বলি অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। অভিযোগ অস্বীকার করেছেন নানা। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন বলি ব্যক্তিত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তনুশ্রী। তবে গোটা বিষয়টি এখনও বিচারাধীন।

আরও পড়ুন, অনুরাগকে স্বামী হিসেবে পেলেন ঋতাভরী, সৌজন্যে ‘ফুল ফর লভ’

আমেরিকায় পাড়ি দেওয়ার আগে তনুশ্রী সাংবাদিকদের বলেন, ‘‘এই ছ’মাস আমার জীবনের সবচেয়ে লম্বা ছুটি ছিল। সবচেয়ে মর্মভেদী ছুটি। ছ’মাস আগে আমেরিকায় আমার জীবন কেমন ছিল, আমি তো মনেই করতে পারছি না।’’

On my way to USA!! Feels strange returning after almost 6 months.Will miss my family the most!! #lifejourneys

A post shared by Tanushree Dutta (@iamtanushreeduttaofficial) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Tanushree Dutta Bollywood Metoo Celebrities তনুশ্রী দত্ত
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy