এক সাক্ষাৎকারে তারা সুতারিয়া জানিয়েছিলেন, তিনি প্রেমিকের সঙ্গে চাঁদ দেখেন। বীর পাহাড়িয়ার সঙ্গে খুবই সুখে আছেন তিনি। কিন্তু বলিউডে গুঞ্জন, সেই সুখের সফরে ইতি টেনেছেন তারা ও বীর। শোনা যাচ্ছে, সম্পর্কটা আর নেই। কিছু দিন আগে খোলা মঞ্চে তারার গালে চুম্বন দিয়েছিলেন গায়ক এপি ঢিল্লোঁ। দর্শকের মধ্যে দাঁড়িয়ে দেখছিলেন বীর। সেই ঘটনাই কি তারা ও বীরের প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়াল? নেটাগরিকের অনুমান তেমনই।
বলিউডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, খুব গোপনীয়তা বজায় রেখে এই সম্পর্কে দাঁড়ি টেনেছেন তাঁরা। তবে কী কারণে বিচ্ছেদ, তা এখনও স্পষ্ট নয়। যদিও তারা ও বীরের অনুরাগীদের ধারণা, এপি ঢিল্লোঁর সঙ্গে মঞ্চে তারার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বীর।
সেই অনুষ্ঠানে ঠিক কী হয়েছিল? এপি-র অনুষ্ঠানে বীরের সঙ্গেই পৌঁছে গিয়েছিলেন তারা। এর পরে মঞ্চে ওঠেন তারা। এপি-কে আলিঙ্গন করেন। কিন্তু গায়ক হঠাৎই তারার গালে চুম্বন দেন। তখন এপি গাইছিলেন তাঁর গান ‘থোড়ি সি দারু’। গানের মিউজ়িক ভিডিয়োয় তারাকেই দেখা গিয়েছিল। অনুষ্ঠানে দর্শকের মাঝে দাঁড়িয়ে দেখছিলেন বীর। তিনি যেন হতবাক হয়ে গিয়েছিলেন। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটাগরিক দাবি করেন, এ বার সম্পর্কটা ভেঙেই যাবে, খোলা মঞ্চে প্রেমিকের সামনে প্রতারণা করলেন তারা। নানা কটাক্ষ ধেয়ে আসে তারার দিকে।
আরও পড়ুন:
পাল্টা জবাব দিয়েছিলেন নতুন প্রজন্মের বলি অভিনেত্রী। তারা লিখেছিলেন, “ভুল তথ্য, ‘চতুর সম্পাদনা’ ও টাকা দিয়ে প্রচার করলেই আমাদের সম্পর্কে চিড় ধরানো যাবে না। সব শেষে ভালবাসা ও সত্যেরই জয় হয়।” তারার এই পোস্টে বীর মন্তব্য করেছিলেন, “বলাই বাহুল্য আমার প্রতিক্রিয়ার ফুটেজটা অন্য একটা গানের থেকে নেওয়া, এটা ‘থোড়ি সি দারু’র সময়ের না।” তবে সেই মন্তব্য আর নেই পোস্টটিতে। নেটাগরিকের মতে, মন্তব্যটি মুছে দিয়েছেন বীর। এর থেকেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। তবে এখনও তারা ও বীর পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করছেন। রয়েছে তাঁদের একসঙ্গে ছবিও। সম্পর্ক ভাঙার বিষয়ে এখনও মুখ খোলেননি তাঁরা।
আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পরে বীরের সঙ্গে তারার প্রেম শুরু হয় ২০২৫ সালের মে মাসে। প্রেমিককে নিয়ে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি এই মুহূর্তে খুব সুখে আছি। আমি ভীষণ আনন্দিত, মনে হয় যেন চাঁদে রয়েছি।” প্রেমিকের সঙ্গে কি চাঁদ দেখেন তিনি? উত্তরে তারা বলেন, “হ্যাঁ, এ এক দারুণ অভিজ্ঞতা।”