Advertisement
E-Paper

উড়ন্ত চুমু ছুড়ে প্রেমে সিলমোহর? শেষে ভরা সভায় প্রেমিককে মান্যতা দিলেন তারা সুতারিয়া!

আদার জৈন তাঁকে ‘টাইমপাস’ তকমা দিয়েছিলেন। ফের প্রেমে তারা সুতারিয়া। আবারও তিনি কারও ‘টাইমপাস’ হবেন না তো?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১০:০৫
প্রেমে রয়েছেন তারা সুতারিয়া।

প্রেমে রয়েছেন তারা সুতারিয়া। ছবি: ফেসবুক।

আলেখা আডবাণীকে বিয়ের সময় করিনা কপূর খানের তুতো ভাই আদার জৈন জানিয়েছিলেন, তিনি বিয়ের আগে চার বছর ধরে ‘টাইমপাস’ করেছিলেন! বলিউড জানে, এই সময় তিনি অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। আদারের এই মন্তব্য মানসিক ভাবে বিপর্যস্ত করেছিল তারাকে। অভিনেত্রীর মা সংবাদ এবং সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। হালফিলের গুঞ্জন, তারা ফের প্রেম খুঁজে পেয়েছেন। এ বার কার সঙ্গে ভালবাসার মায়ায় জড়ালেন? বীর পাহাড়িয়ার সঙ্গে তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন, এমন চর্চায় যখন মায়ানগরী উত্তাল, তখনই তাতে মান্যতা দিলেন তারা।

বৃহস্পতিবার মার্জার সরণিতে অভিনেত্রী। দর্শকাসনে বীর। ছন্দে ছন্দে পা মেলাতে মেলাতেই চর্চিত প্রেমিকের উদ্দেশে এ দিন প্রকাশ্যে চুমু ছুড়লেন তিনি। যা দেখে একদিকে খুশি, অন্য দিকে নতুন করে শঙ্কিত হিন্দি বিনোদন দুনিয়া। খুশির কারণ, তিক্ত অতীত ভুলে তারা ভাল আছেন, নতুন প্রেম খুঁজে পেয়েছেন। শঙ্কা, আবার তাঁকে কারও ‘টাইমপাস’ হতে হবে না তো?

এ দিন সাদা অফ শোল্ডার গাউনে তারা মার্জার সরণিতে জৌলুস ছড়িয়েছেনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছন্দে পা মিলিয়ে হাঁটার সময়েও নাকি তাঁর নজর শুধুই বীরের উপরে ছিল। বীরও এক মুহূর্তের জন্য চোখ সরাননি তারার থেকে। এও শোনা গিয়েছে, মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময়েও তারা ঘাড় ফিরিয়ে বীরকে দেখেন। এ সবই বলে দিচ্ছে, গভীর প্রেমে দু’জনে।

বেশ কিছু দিন ধরেই বীর-তারা চর্চায়। কিছু দিন আগে তাঁরা একসঙ্গে মার্জার সরণিতে হেঁটেছেন। কখনও তাঁদের দেখা গিয়েছে মুম্বইয়ের প্রথম সারির রেস্তরাঁয় নৈশভোজ সারতে। কখনও একান্তে ইটালিতে ছুটি কাটাতে।

Tara Sutaria Veer Pahariya Romance
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy