গত দু’দিন ধরে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে বিজয় রত্নাকর গুট্টের ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। ফের ধাক্কা। রিলিজের একদিনের মধ্যেই গোটা ছবিটা লিক হয়ে গেল অনলাইনে। তামিল রকস্টার নামের একটি ওয়েবসাইট থেকেই এই অনলাইন পাইরেসি করা হয়েছে বলে খবর।
সাম্প্রতিক অতীতে চারটে বিগ বাজেটের দক্ষিণ ভারতীয় ছবির ক্ষেত্রেও নাকি একই ঘটনা ঘটেছে। মুক্তির ঘণ্টা খানেকের মধ্যেই ওই সাইটে সম্পূর্ণ সিনেমাগুলি ডাউনলোড করা যাচ্ছিল। ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ ক্ষেত্রেও সেই অপশন নাকি পাওয়া যাচ্ছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর লেখা বইয়ের ওপর ভিত্তি করে এই ছবি তৈরি হয়েছে বলে দাবি করেছিলেন ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর সঙ্গে যুক্ত সকলেই। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর চিত্রটা অন্য বলেই মনে হয়েছে একাধিক সিনে সমালোচকের। অনেকেই বলেছেন, সঞ্জয় বারু তাঁর নিজস্ব মতামত লিখেছেন বইতে। কিন্তু মুদ্রার উল্টোপিঠও রয়েছে। সিনেমায় সেই ব্যখ্যারও প্রয়োজন ছিল।