Advertisement
E-Paper

‘একের পর এক হুমকি পাচ্ছি, কিন্তু এই মন্তব্য সরবে না’, সুশান্তের সঙ্গে কার্তিকের তুলনায় নয়া মোড়

সুশান্ত সিংহ রাজপুতের মতো পরিণতি হবে কার্তিক আরিয়ানের! এমন মন্তব্যে আলোড়ন পড়ে গিয়েছে বি-টাউনে। এমনকি এই মন্তব্যের জন্য পডকাস্টের সঞ্চালকের কাছেও আসছে হুমকি বার্তা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৮:৪৮
সুশান্তের সঙ্গে কার্তিকের তুলনা নিয়ে বিতর্ক।

সুশান্তের সঙ্গে কার্তিকের তুলনা নিয়ে বিতর্ক। ছবি: সংগৃহীত।

সুশান্ত সিংহ রাজপুতের মতো পরিণতি হবে কার্তিক আরিয়ানেরও! একটি পডকাস্টে এই মন্তব্য করেছেন অমাল মালিক। গায়কের এই মন্তব্যে আলোড়ন পড়ে গিয়েছে বি-টাউনে। এমনকি এই মন্তব্যের জন্য পডকাস্ট সঞ্চালকের কাছেও আসছে হুমকি বার্তা।

বলিউডে বহিরাগত হয়েও কার্তিক আরিয়ান নিজের পাকাপাকি জায়গা তৈরি করেছেন। সেই জন্য তাঁর অবস্থাও এক দিন প্রয়াত অভিনেতা সুশান্তের মতোই হবে। দাবি করেছিলেন অমাল। তিনি বলেছিলেন, “ভাল মানুষের সঙ্গে খুব খারাপ হল। ওই একই জিনিস কিন্তু পরোক্ষ ভাবে কার্তিক আরিয়ানের সঙ্গে করার চেষ্টা করছে লোকজন। কার্তিকও কিন্তু অনেক সমস্যা পেরিয়ে, নাচ করে, হাসিমুখে লড়াই করে এই জায়গায় এসেছেন।”

পডকাস্টের এই মন্তব্য সমাজমাধ্যমে ভাইরাল। তাই পডকাস্টের সঞ্চালকের কাছে রোজ হুমকি বার্তা আসছে। তাঁকে বলা হচ্ছে, অবিলম্বে অমালের এই মন্তব্য সরিয়ে ফেলতে হবে। কার্তিক আরিয়ানের বিষয়টি ছাড়াও বলিউডের অন্ধকার দিক নিয়েও কথা বলেন অমাল। সঞ্চালক লিখেছেন সমাজমাধ্যমে, “আমি একের পর এক হুমকি বার্তা পাচ্ছি। আমাকে বলা হচ্ছে অমাল মালিকের পডকাস্টটা মুছে ফেলতে হবে, কারণ তিনি বেশ কিছু বিষয় প্রকাশ্যে এনেছেন।”

এর পরে এক এক করে পডকাস্ট নিয়ে কয়েকটি যুক্তি দিয়েছেন তিনি। সঞ্চালক লিখেছেন, “এই কথোপথন কোনও ভাবেই পূর্ব পরিকল্পিত নয়। আগে থেকে ঠিক করে কারও নাম উল্লেখ করা হয়নি।”

এই পডকাস্টের পিছনে কার্তিক আরিয়ানের জনসংযোগ সংস্থা রয়েছে বলেও দাবি উঠেছে। সেই বিষয়ে সঞ্চালক লিখেছেন, “এটা কার্তিকের জনস‌ংযোগ সংস্থার কৌশল নয়।”

সবশেষে সঞ্চালক স্পষ্ট লিখে দেন, “এই পডকাস্ট সরিয়ে ফেলা হবে না। এটা একেবারে বাস্তব এবং কোনও রাখঢাক নেই এখানে। খুব সৎ ভাবে এই কথোপকথন হয়েছে, যেমনটা হওয়া উচিত। সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকায় একটা বিষয় আমি মেনে চলি— যাই হয়ে যাক, সত্য সব সময় বলতেই হবে। সব শেষে অমাল মালিক ও কার্তিক আরিয়ানের অনুরাগীদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।”

Kartik Aaryan Sushant Singh Rajput Amaal Mallik
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy