স্বপ্ন ফিরি করে বলিউড। কিন্তু, সে স্বপ্নও এক সময় ভেঙে যায়। বলিউডের অন্দরে কান পাতলে এমন ছেঁড়া স্বপ্নের কাহিনি হামেশাই শোনা যায়। রুপোলি পর্দার কাহিনির মতোই বলি-সেলেবদের জীবনের ওঠা-পড়ার সে কাহিনিও কম নাটকীয় নয়। ভালবাসা বা ঘর বাঁধার পাশাপাশি রয়েছে ঘর ভাঙার কাহিনিও। ঘর ভাঙতে খোরপোশের গল্পটাও কম চমক জাগানো নয়। বলিউডি সেলেবদের বিয়ে ভাঙার পাশাপাশি রইল সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি ডিভোর্সের কাহিনি।
আরও পড়ুন: বলিউডে অভিনয় করা এই বিদেশি অভিনেতা-অভিনেত্রীরা এখন কী করছেন জানেন?