Advertisement
E-Paper

গুপ্তধনের খোঁজে সত্যজিতের মুকুল, রূপকথার গল্পে দেব! ১২তম শিশু চলচ্চিত্র উৎসবে আর কী?

৩২টি দেশের ১৮০টি ছবি দেখানো হবে উৎসবে। উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, আবীর চট্টোপাধ্যায় প্রমুখ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২০:২২
‘ফেলুদা’ আর ‘মুকুল’ ছোটদের চলচ্চিত্র উৎসবে।

‘ফেলুদা’ আর ‘মুকুল’ ছোটদের চলচ্চিত্র উৎসবে। ছবি: সংগৃহীত।

শীত পুরোপুরি যায়নি। স্কুল-কলেজ খুলে গেলেও পড়ার চাপ ততটাও বাড়েনি। এমন মরশুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ১২তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আয়োজনে রাজ্য সরকারের শিশু কিশোর আকাদেমি। উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার, সপ্তাহের প্রথম দিন তারই আনুষ্ঠানিক ঘোষণা হল নন্দন ৪-এ। উপস্থিত মন্ত্রী ইন্দ্রনীল সেন, শিশু-কিশোর আকাদেমির সভাপতি অর্পিতা ঘোষ ও অন্যরা। ইন্দ্রনীল জানান, ৩২টি দেশের ১৮০টি ছবি এই উৎসবে দেখানো হবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো এখানে কোনও ‘থিম কান্ট্রি’ নেই। বদলে ছোটদের আগ্রহ বাড়াতে উৎসবের থিম ‘গুপ্তধনের খোঁজে’ বা ‘ট্রেজার হান্ট’। সেই অনুযায়ী উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’।

আয়োজক সংগঠনের সভাপতি অর্পিতা বলেছেন, “এ বছর বাংলা ছবির উপরে জোর দেওয়া হয়েছে। উৎসবে দেখানো হবে দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজ়ি, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রামধনু’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’, ‘অ্যামাজন অভিযান’, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘সোনাদা’-সহ নানা স্বাদের একগুচ্ছ বাংলা ছবি। উৎসব শেষ হবে সৌকর্য ঘোষালের ‘পক্ষীরাজের ডিম’ ছবি দিয়ে।” ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে উৎসব।

শিশু চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা।

শিশু চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা। নিজস্ব ছবি।

এ বছরের চলচ্চিত্র উৎসবকে নানা ভাগে ভাগ করা হচ্ছে। যেমন, ‘ট্রেজ়ার হান্ট’, ‘ফেলুদা ৬০’। প্রথম বিভাগে ছোটদের জন্য তৈরি রহস্যরোমাঞ্চ ছবি দেখানো হবে। এ বছর ফেলুদা ৬০ বছর। সেই উপলক্ষে থাকবে সত্যজিৎ রায়ের একাধিক ছবি। খেলাধুলো বিভাগে দেখানো হবে ‘কোনি’, ‘দাবাড়ু’র মতো ছবি। থাকবে ‘বেঙ্গলি প্যানোরমা’ বিভাগ। আর থাকবে তৃপ্তি মিত্র, সলিল চৌধুরীর শতবর্ষ স্মরণে অনুষ্ঠান।

অর্পিতা জানিয়েছেন, প্রবেশ অবারিত। এখনও পর্যন্ত ৮০০ জন শিশু ‘ডেলিগেট’ কার্ডের জন্য আবেদন জানিয়েছে! যে সব শিশু মোবাইলে ছবি বানাতে ভালবাসে তাদের জন্য থাকবে বিশেষ কর্মশালা। নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, একতারা মঞ্চ-সহ মোট ৯টি জায়গায় ছোটদের ছবি দেখানো হবে। একতারা মঞ্চে ছবি দেখানো হবে সন্ধ্যা ৬টায়। বাকি আটটি জায়গায় ছবি দেখানো হবে দুপুর ১২টা, বিকেল ৩টে, সন্ধ্যা ৬টায়।

Dev Prosenjit Chatterjee indranil sen arpita ghosh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy