Advertisement
১৬ জুন ২০২৪

খ্যাতির বিড়ম্বনা

শোনা যাচ্ছে, দীপিকার অ্যাপার্টমেন্টে রণবীরও চাইছেন একটি ফ্ল্যাট কিনতে, প্রেমিকার প্রতিবেশী হতে। কিন্তু তার জন্য টাকার অভাব না হলেও বাদ সেধেছে দীপিকার বিল্ডিং সোসাইটি অফিস। তারা নাকি সেখানে দীপিকা বাদে অন্য কোনও সেলেবকে থাকতে দিতে চায় না।

দীপিকা

দীপিকা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৭ ০৮:১০
Share: Save:

বলিউডের বেশির ভাগ অভিনেতাই থাকেন জুহু এবং বান্দ্রার আশপাশে। তা সেটা শাহরুখ খান হোন বা সলমন খান কিংবা অমিতাভ বচ্চন। এমনকী, ছোটখাটো অভিনেতারাও চেষ্টা করেন ওই এলাকায় ফ্ল্যাট না কিনতে পারলেও নিদেনপক্ষে ভাড়া থাকতে। যাই হোক, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ঠিকানাও ওই তল্লাটে। তিনি থাকেন প্রভাদেবী এলাকার সম্ভ্রান্ত এক অ্যাপার্টমেন্টে। কোটি কোটি টাকা খরচ করে দীপিকা নিজের ফ্ল্যাটটিকে মনের মতো করে সাজিয়েছেন। তাঁর বয়ফ্রেন্ড রণবীর সিংহও থাকেন মুম্বইয়ের বান্দ্রা এলাকাতে। দু’জনেই সুপার বিজি অ্যাক্টর। তাই মন চাইলেও সব সময় দেখা করা বা একসঙ্গে সময় কাটানো সম্ভব হয় না। কিন্তু একসঙ্গে থাকতে পারলে সে সমস্যার অনেকটা সমাধান হয়। না না, তাঁরা লিভ-ইন করার কথা ভাবছেন না। শোনা যাচ্ছে, দীপিকার অ্যাপার্টমেন্টে রণবীরও চাইছেন একটি ফ্ল্যাট কিনতে, প্রেমিকার প্রতিবেশী হতে। কিন্তু তার জন্য টাকার অভাব না হলেও বাদ সেধেছে দীপিকার বিল্ডিং সোসাইটি অফিস। তারা নাকি সেখানে দীপিকা বাদে অন্য কোনও সেলেবকে থাকতে দিতে চায় না। অধিক সেলেবে তাদের অ্যাপার্টমেন্টের শান্তি নষ্ট হবে। এতে নাকি রণবীর ও দীপিকা উভয়েরই মনখারাপ। সোসাইটি অফিসের এই নিষেধাজ্ঞা কত দিন থাকে, সেটাই দেখার!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE