Advertisement
E-Paper

‘পর্দা-মঞ্চ জোট বাঁধলে টলিউডের মঙ্গল’, নাটকের নায়িকা দেবযানী এ বার কি শাশ্বতের বিপরীতে?

মঞ্চাভিনেতারা পর্দায় এলে সিনেমার অভিনেতারা কি নিরাপত্তাহীনতায় ভোগেন? ঈর্ষান্বিত হয়ে পড়েন? কী বললেন মঞ্চাভিনেত্রী দেবযানী?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৭:৩১
শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে পর্দাভাগ করছেন দেবযানী সিংহ।

শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে পর্দাভাগ করছেন দেবযানী সিংহ। ছবি: ফেসবুক।

মঞ্চ থেকে পর্দায় যাতায়াত নতুন নয়। সত্তর বা আশির দশকে বাংলা বিনোদন দুনিয়ায় এই আনাগোনা ছিল। যেমন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষ, মনোজ মিত্র— তালিকা অনেক বড়। মাঝে এই গতিবিধিতে যেন ভাটার টান ছিল। ইদানীং আবার সেই আনাগোনা বেড়েছে।

যেমন, সাম্প্রতিক উদাহরণ দেবযানী সিংহ। নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত চন্দন সেনের লেখা ‘দায়বদ্ধ’-সহ অনেক মঞ্চসফল নাটকের নায়িকা তিনি। আপাতত তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে রাজনীতিবিদ-অভিনেতা পার্থ ভৌমিকের বিপরীতে। খবর, ‘দায়বদ্ধ’ দেখতে এসেছিলেন সস্ত্রীক পরিচালক রাজ চক্রবর্তী। এই নাটক তাঁকে মঞ্চ থেকে পর্দায় পৌঁছে দিয়েছে। তিনি সম্প্রতি রাজের আগামী ছবি ‘হোক কলরব’-এর শুটিং শেষ করেছেন। বিপরীতে শাশ্বত চট্টোপাধ্যায়।

মঞ্চ থেকে রুপোলি পর্দার এই সফর কতটা রঙিন? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কম-এর। “ভয় পেয়েছিলাম একটু”, স্বীকার করলেন দেবযানী। তাঁর কথায়, “প্রথম পর্দায় কাজ করব। দুই মাধ্যমের অভিনয় একরকম নয়। আর সিনেমার ক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞানটাও দরকার। বিশেষ করে ক্যামেরাকে বোঝা দরকার।” তার উপরে বিপরীতে শাশ্বত, পরিচালনায় রাজ। কিন্তু প্রথম দিনের শুটিংয়ের পর সব ভয় উধাও। “অপুদা, রাজদা খুব সহযোগিতা করেছেন। বাড়তি সুবিধা, এই ছবিতেও পার্থদা রয়েছেন।”

সাম্প্রতিক অভিনীত নাটকে তিনি প্রতিবাদী নারী। কাহিনি অনুযায়ী, এক চিকিৎসকের ঘরনি অভিনেত্রী। যিনি অত্যাচারে কন্যাসন্তানের হাত ধরে ঘর ছাড়তে বাধ্য হন। পরে, স্বামী-স্ত্রীর ছদ্ম পরিচয়ে একত্রবাস করেন এক লরিচালকের সঙ্গে। ওই চালক তাঁর প্রাণ বাঁচিয়েছিলেন। জন্ম না দিয়েও নায়িকার কন্যাসন্তানের বাবার দায়িত্ব পালনে ত্রুটি রাখেননি। প্রসঙ্গত, এই ‘দায়বদ্ধ’ নাটকটি এর আগে প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল নাট্য সংস্থা ‘সায়ক’-এর প্রযোজনায়, মেঘনাদ ভট্টাচার্যের পরিচালনার সুবাদে।

‘দায়বদ্ধ’ নাটকে দেবযানী সিংহ, পার্থ ভৌমিক।

‘দায়বদ্ধ’ নাটকে দেবযানী সিংহ, পার্থ ভৌমিক। ছবি: সংগৃহীত।

এ রকম জোরালো চরিত্র কি পর্দাতেও পেয়েছেন দেবযানী? অভিনেত্রীর কথায়, “চরিত্র নিয়ে এখনই আলোচনা করতে পারব না। তবে এটা বলতে পারি, রাজদা ডেকে নিয়ে গিয়ে খুব ছোট চরিত্র দেননি। অনেক স্তর আছে তাতে। জার্নি উপভোগ করেছি। শিখেছিও অনেক কিছু।” তিনি তাই মঞ্চের পাশাপাশি আবার ছবিতে অভিনয়ের জন্য মুখিয়ে।

মঞ্চে যাঁরা অভিনয় করেন তাঁদের অভিনয়ের গুণগত মান উচ্চস্তরের— এ কথা একবাক্যে মেনে নেয় বিনোদন দুনিয়া। একের পর এক মঞ্চসফল অভিনেতা পর্দায় আসতে থাকলে তো নিরাপত্তাহীনতায় ভুগবেন ছবির তারকা! ঈর্ষায় সবুজ হবেন তো অনেকে? উত্তরে হা-হা হাসি। বললেন, “মঞ্চ আর পর্দা জোট বাঁধলে আখেরে টলিউডের লাভ। এতে অভিনয়ের জগৎ আরও সমৃদ্ধ হবে।”

দেবযানীর এই নতুন পরিচয়ে খুশি তাঁর মঞ্চের নায়ক পার্থও। তিনি বলেছেন, “মঞ্চ থেকে অভিনেতা নেওয়ার প্রবণতা সম্প্রতি বেড়েছে। আমাদের দলের বহু ছেলেমেয়ে সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সৌরভ পালোধির ছবিতে অভিনয় করলেন। এই আদানপ্রদানের প্রয়োজন আছে।”

সদ্য ‘দায়বদ্ধ’ দেখলেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়। দেবযানী কি তা হলে আগামী দিনে এঁদের ছবির নায়িকা? “আমার জন্য প্রার্থনা করবেন? যেন আগামী দিনে এঁদের ছবিতে কাজ করতে পারি...”, সঙ্গে সঙ্গে আন্তরিক অনুরোধ পর্দার নতুন অভিনেত্রীর।

Saswata Chatterjee Debjani Sinha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy