Advertisement
২৩ মার্চ ২০২৩
Tara Sutaria

প্যান্ট তো খুলে পড়ে যাচ্ছে! ভ্রূক্ষেপ নেই তারার, কোন দিকে মন দিতে বললেন?

ফ্রেম জুড়ে তারা সুতারিয়া। পরনে সাদা টিউব টপ। এলো চুল ঘামে ভেজা, ঘর্মাক্ত ত্বক। তবে নজর যেতে পারে অন্যত্র।

ঘরে শরীরচর্চা করছিলেন কি তারা?

ঘরে শরীরচর্চা করছিলেন কি তারা? ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৮:০৭
Share: Save:

ঘরের কোনায় মুচমুচে চিকেন বার্গার। কাগজের প্যাকেটে জড়িয়ে রাখা সেগুলো। বলে না দিলে চোখে পড়ার জো নেই। কারণ, ফ্রেম জুড়ে বিরাজ করছেন তারা সুতারিয়া। পরনে তাঁর সাদা টিউব টপ। এলো চুল ঘামে ভেজা, ঘর্মাক্ত ত্বক। তবে নজর যেতে পারে অন্যত্র।

Advertisement

দেখা যাচ্ছে, তারার জিনসের সব বোতাম খোলা। চেন নামানো। শুধু তা-ই নয়, প্যান্ট প্রায় খুলে পড়ে যাচ্ছে! ছবি দেখে মনে হচ্ছে পোশাক পরিবর্তনের মাঝখানেই নিজস্বী তুলেছেন তারকা। ভিতরে অবশ্য বক্সার রয়েছে। সাদার উপর নীল স্ট্রাইপ। তাতেই মোহময়ী হয়ে উঠেছেন তারা। তাঁকে দেখে জল্পনা শুরু। ঘরে শরীরচর্চা করছিলেন কি তারা?

পিছনে সাদা দেওয়ালের সঙ্গে মিলে গিয়েছে তাঁর সাদা স্বল্প পোশাক। দেওয়ালে এসিও সাদা রঙের। তবে ছবিটি দেওয়ার উদ্দেশ্য যেন আলাদা, এমনই ভাব করছেন তারা। ক্যাপশনে লিখছেন, “পিছনে রাখা কাগজের ব্যাগে সুস্বাদু তিনটি চিকেন বার্গার।” সবার নজর কি সে দিকেই ঘোরানোর বৃথা চেষ্টা অভিনেত্রীর?

যদিও মন্তব্য এল অন্য রকম। কেউ লিখলেন, “আপনার দিক থেকে চোখ সরিয়ে ব্যাগ অবধি যেতে পারলাম না।” আবার কেউ লিখেছেন, “প্যান্ট খোলা আপনার...আমি তো শুধু তারা দেখছি চোখে!”

Advertisement

২৩ বছরের তারা এখন বলিউডের অন্যতম চর্চিত মুখ। পার্সি পরিবার থেকে এসে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১২ সালে ‘দ্য সুইট লাইফ অফ করণ অ্যান্ড কবীর’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবিতেও দেখা গিয়েছে তারাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.