ওয়ার্ডরোব ম্যালফাংশন সেলেবদের জীবনে নতুন নয়। খোলামেলা পোশাকে অভ্যস্ত তারকারা অনেক সময়ই পোশাক নিয়ে সমস্যায় পড়েন। এ বার তারই শিকার হলেন প্যারিস হিলটন।
এই প্রাক্তন রিয়্যালিটি টিভি তারকা এখন রয়েছেন ছুটির মেজাজে। কোনও এক দ্বীপে তিনি ডেটে গিয়েছেন। কার সঙ্গে? না! সেটাতেও রয়েছে রহস্য। অন্তত প্যারিস কিছু খোলসা করেননি। সোশ্যাল মিডিয়ায় ছুটির ছবি শেয়ার করছেন। তা থেকে এটুকু আন্দাজ করা গিয়েছে তিনি কোনও সমুদ্রতীরেই রয়েছেন। সেখানেই নাকি ওয়ার্ডরোব ম্যালফাংশনের শিকার হন।