তাঁদের সম্পর্ক নিয়ে বলিউডে যত গসিপ, ততটাই তাঁদের সম্পর্ক না থাকা নিয়েও। তাঁরা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা এবং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সম্প্রতি আরিয়ানের এমন একটি ছবি নভ্যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে তা নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে বি-টাউনে। যেখানে দেখা যাচ্ছে হাঁ করে ঘুমোচ্ছেন আরিয়ান। নভ্যার কথায় ‘পাওয়ার ন্যাপ!’ আরিয়ান যখন ঘুমোচ্ছিলেন তখন চুপিসাড়ে এই ছবি তুলে নেন নভ্যা। আর তারপর তা ওয়েব দুনিয়ায় শেয়ার করে দেন। এই ছবি ভাইরাল হওয়ার পর বলি মহলের একটা বড় অংশের মতে, আরিয়ান-নভ্যার সম্পর্ক আছে কিনা সেটা বিতর্কের বিষয় কিন্তু ওঁরা যে ভাল বন্ধু সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন