Advertisement
১১ মে ২০২৪
Entertainment News

‘মণিকর্ণিকা...’য় কঙ্গনার সঙ্গে তরবারি হাতে বাজিমাত করবে এই একরত্তি

গার্গী এক দিকে যেমন অভিনয়ে তুখোর, ঠিক তেমনই তরবারি ঘোরাতেও ওস্তাদ। ঘোড়ার পিঠে চড়েও তাক লাগিয়ে দিয়েছিলেন ছবির সেটের সকলকে।

কঙ্গনার পাশাপাশি ‘মণিকর্ণিকা...’য় তরবারি হাতে কেরামতি দেখাবে ছোট্ট গার্গী। ছবি: ইনস্টাগ্রাম।

কঙ্গনার পাশাপাশি ‘মণিকর্ণিকা...’য় তরবারি হাতে কেরামতি দেখাবে ছোট্ট গার্গী। ছবি: ইনস্টাগ্রাম।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১২:৩১
Share: Save:

ঝাঁসির রানির হাত থেকে ‘গুলাল’ নিয়ে নিজের কপালে মেখে নিচ্ছে ছোট্ট একটি মেয়ে।

মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র ‘বিজয়ী ভব’ গানে এমন দৃশ্য দেখে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন অনেকেই। চমকে গিয়েছিলেন ট্রেলারে তরবারি হাতে ছোট্ট মেয়ের কেরামতি দেখে। তখন থেকেই সকলের নজর নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিল ওই একরত্তি। ছোট্ট মেয়ের এমন কেরামতি দেখে বলিউডে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, ‘কে ওই মেয়ে?’

নাম গার্গী সিংহ উদাওয়াত। বাড়ি রাজস্থানের পালি জেলার প্রত্যন্ত গ্রাম খিনওয়ারায়। তবে আজকাল জোধপুরেই থাকে ১৩ বছরের গার্গী। এখন জোধপুরের দিল্লি পাবলিক স্কুলে ক্লাস এইটে পড়াশোনা করে সে। তবে গার্গীর জোধপুরে থাকার প্রধান কারণ হল অভিনয়টা চালিয়ে যাওয়া, সঙ্গে নাচের তালিম নেওয়া, আর অভিনয়ের জন্য আর যা যা দরকার সবকিছুর জন্য নিজেকে তৈরি করা। ১৩ বছরেই বলি ডেবিউ। ছোট্ট মেয়ের এমন সাফল্যে পালির ওই প্রত্যন্ত গ্রামজুড়ে হই হই রব।

ছবিতে কঙ্গনার সঙ্গে গার্গী। ছবি: ইউটিউব।

ছবিতে গার্গীর চরিত্র নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন তার মেন্টর এবং অভিনয় গুরু সরফরাজ খান। বললেন, ‘‘চরিত্রটা ছোট হতে পারে। কিন্তু যতক্ষণ স্ক্রিনে গার্গীকে দেখা যাবে, ততক্ষণই সকলের নজর থাকবে ওর দিকে। কারণ, ওর চরিত্রটাই খুব শক্তিশালী। ঝাঁসির রানির সঙ্গেই তরবারি হাতে দুষ্টের দমন করবে ছবিতে গার্গীর চরিত্র।’’

গার্গী এক দিকে যেমন অভিনয়ে তুখোর, ঠিক তেমনই তরবারি ঘোরাতেও ওস্তাদ। ঘোড়ার পিঠে চড়েও তাক লাগিয়ে দিয়েছিলেন ছবির সেটের সকলকে। এই বয়সেই মেয়ের এমনতর সাফল্যে খুশি মেয়ের বাবা গোপাল সিংহ উদাওয়াত। তাঁর কথায়, ‘‘অডিশনে ছবির আর এক পরিচালক কৃষ আমার মেয়ের অভিনয় দেখে প্রভাবিত হয়েছিলেন। অডিশনে খুশি হয়েই ওকে কনফার্ম করে কৃষ। এমনকি ওঁর পরের ছবিতে গার্গীকে বড়সড় চরিত্র দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।’’

আবির মেখে নেওয়ার দৃশ্য।ছবি: ইউটিউব।

কিন্তু কোথায় রাজস্থানের প্রত্যন্ত একটা গ্রাম। সেখান থেকে বলিউড কী ভাবে এল গার্গীর জীবনে?

ইদানিং জোধপুরে থাকার কারণেই গার্গীর জীবনে এমন সুবর্ণ সুযোগ এসেছে বলে জানালেন গোপাল। আর ওর মেন্টর অর্থাৎ সরফরাজের কাছে এই ছবির খোঁজ থাকার কারণেও গার্গী অডিশন অবধি যেতে পেরেছে বলেও দাবি একরত্তির বাবার।

আরও পড়ুন: বছরের প্রথম ১০০ কোটির ছবি, ‘উরি...’র ঝুলিতে রেকর্ডের ছড়াছড়ি

আরও পড়ুন: ‘ক্ষমা চাইছি, সব দায় আমারই’, হার্দিক-রাহুল বিতর্কে মুখ খুললেন কর্ণ

বড়পর্দায় প্রথম বার হলেও গত বছর একটি তথ্যচিত্রে অভিনয় করেছিল এই খুদে অভিনেত্রী। ‘হানা’ নামের সেই ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছিল কেপটাউনের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আর সেখানেই সকলের মন জয় কর নিয়েছিলেন ছোট্ট গার্গী। জোধপুরের ডান্সিং শো ‘দ্য রাইজিং স্টার ২০১৬’র প্রথম পুরস্কারটিও বাড়ি নিয়ে এসেছিল মেয়ে।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনের সব খবরবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE