Advertisement
E-Paper

‘ক্ষমা চাইছি, সব দায় আমারই’, হার্দিক-রাহুল বিতর্কে মুখ খুললেন কর্ণ

কর্ণই ওই অঘটনের পুরো দায় নিজের ঘাড়ে নিয়ে বললেন, ‘‘এই ঘটনার জন্য আমার নিজেকে দায়ী বলে মনে হচ্ছে। আমার শো’তে ঘটনাটা ঘটেছে। আমি ক্ষমা চাইছি।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৫:৪১
হার্দিক পাণ্ড্য, কর্ণ জোহর এবং কে এল রাহুল. ছবি: ইনস্টাগ্রাম।

হার্দিক পাণ্ড্য, কর্ণ জোহর এবং কে এল রাহুল. ছবি: ইনস্টাগ্রাম।

অশালীন মন্তব্যের জেরে হার্দিক-রাহুল বিতর্কে সরগরম ক্রিকেটমহল। সোশ্যাল মিডিয়ায় বিস্তর ট্রোলিং থেকে শুরু করে, অনির্দিষ্ট কালের জন্য নির্বাসন— এক এক করে সব কিছুই যুঝতে হচ্ছিল হার্দিক পাণ্ড্য এবং কে এল রাহুলকে। কিন্তু যাঁর প্রশ্নে এই অঘটন, সেই কর্ণ জোহর কোনও কথা বলছিলেন না। এ বার সেই কর্ণই ওই অঘটনের পুরো দায় নিজের ঘাড়ে নিয়ে বললেন, ‘‘এই ঘটনার জন্য আমার নিজেকে দায়ী বলে মনে হচ্ছে। আমার শো’তে ঘটনাটা ঘটেছে। আমি ক্ষমা চাইছি।’’

কর্ণের শো ‘কফি উইথ কর্ণ’তে নারীবিদ্বেষী মন্তব্যের জন্য প্রায় সব মহল থেকেই কথা শুনতে হচ্ছিল হার্দিক পাণ্ড্য এবং কে এল রাহুলকে। জল এত দূর গড়ায় যে, ক্রিকেট থেকে বলি দুনিয়া— প্রায় সব মহলই সরব হয়। প্রশ্ন উঠতে শুরু করে কর্ণ জোহরের ভূমিকা নিয়েও। নিজের টক শো’তে গেস্টদের ডেকে এই ধরনের প্রশ্ন তিনিই বা কেন করলেন? বলিউডের বেশ কিছু তারকা এই প্রশ্নও তুলছিলেন। সেই কর্ণ জোহরই একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘‘আমার নিজেকে ভীষণ ভাবে দায়ী মনে হচ্ছে। কারণ আমার শো। আমার প্ল্যাটফর্ম। আমি ওঁদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম। সেখানে ভুল-ত্রুটি যা-ই হোক, তার দায়ও আমার। রাতের পর রাত ঘুমোতে পারিনি, শুধু এটা ভেবে যে, ওঁদের এই অপরিসীম ক্ষতি আমি পূরণ করব কী করে? কিন্তু এখন আমার কথা কে শুনবে? জল বহু দূর গড়িয়ে গিয়েছে। এখন সব কিছুই আয়ত্তের বাইরে।’’

যে প্রশ্ন হার্দিক-রাহুলকে করেছেন, সে প্রশ্ন যে মহিলাদেরকেও করেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন কর্ণ জোহর। ৪৬ বছর বয়সী পরিচালক বললেন, ‘‘এই প্রশ্নই আমি দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভট্টকেও করেছিলাম। কিন্তু তাঁদের উত্তরে তো আর আমার কোনও নিয়ন্ত্রণ থাকে না।’’ তবে তাঁর এই টক শো যে মহিলারাই নিয়ন্ত্রণ করেন সে বিষয়ও বলেছেন কর্ণ। এমনকি তাঁদের কাছ থেকে যে কখনও কোনও অভিযোগ আসেনি সে কথাও বললেন কর্ণ জোহর।

কিন্তু ওই প্রশ্নবাণেই যে দুই ক্রিকেটারের উপর দিয়ে এক রকম ঝড় বয়ে গেল! কর্ণের কথায়, ‘‘ওঁদের সঙ্গে যা ঘটে গেল তার জন্য আমি সত্যিই অনুতপ্ত। এই প্রশ্নও উঠেছে, আমি নাকি টিআরপি-র জন্য এ সব করে থাকি। আমি টিআরপি নিয়ে এক্কেবারেই ভাবিত নই।’’ কিন্তু এই বিতর্কের যে কোথায় শেষ, সে প্রশ্নের উত্তরে একটু দিশেহারাই দেখাল কর্ণ জোহরকে। বললেন ‘‘আমি ক্ষমা চাইছি। কারণ ঘটনাটা আমার প্ল্যাটফর্মেই ঘটেছে। ছেলে দুটো ইতিমধ্যেই তার মূল্য চুকিয়ে দিয়েছে।’’

আরও পড়ুন: বছরের প্রথম ১০০ কোটির ছবি, ‘উরি...’র ঝুলিতে রেকর্ডের ছড়াছড়ি

আরও পড়ুন: বিএসপি নেতার মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন প্রতীক বব্বর

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনের সব খবরবিভাগে।)

Hardik Pandya K. L. Rahul Karan Johar Bollywood Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy