Advertisement
E-Paper

এই প্রথম ওয়েব সিরিজে নগ্ন সৌরভ চক্রবর্তী

এই তিন জোরালো খুঁটি, শরীরী আশ্লেষ, অপরাধ দুনিয়ায় গা ছমছমে শিহরণ নিয়ে তৈরি সুব্রত গুহ রায়ের ওয়েব সিরিজ ‘প্রতিবিম্ব’।

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৭:০৩
জীবনের প্রতিবিম্ব দেখাতে চলেছেন পরিচালক

জীবনের প্রতিবিম্ব দেখাতে চলেছেন পরিচালক

দৃশ্য ১: শাওয়ারের নীচে দাঁড়িয়ে সম্পূর্ণ নগ্ন সৌরভ চক্রবর্তী। শরীরে লেগে থাকা রক্ত ধুচ্ছেন।

দৃশ্য ২: যৌনকর্মী মানেই কুৎসিত? সিনেমা তেমনটাই দেখায়। মিলি কিন্তু তা নয়। শরীর বেচেও মন ঢেলে ভালবাসে ট্যাক্সি ড্রাইভার গোবিন্দকে। পতিতা, কিন্তু মুখে গালাগালি নেই! শরীর নিয়ে অযথা বাড়াবাড়িও নেই।

দৃশ্য ৩: এক এনআরআই আর এক ট্যাক্সি ড্রাইভারের জীবন একই বৃত্তে! সমান্তরাল খাতে বইছে। কীভাবে?

এই তিন জোরালো খুঁটি, শরীরী আশ্লেষ, অপরাধ দুনিয়ায় গা ছমছমে শিহরণ নিয়ে তৈরি সুব্রত গুহ রায়ের ওয়েব সিরিজ ‘প্রতিবিম্ব’। যা ১০ নভেম্বর থেকে নতুন ওয়েব প্ল্যাটফর্ম কেএলকেকে (ক্লিক)-তে দেখানো হচ্ছে। উপরে বলা তিন জন ছাড়া আর কার প্রতিবিম্ব প্রতিফলিত হবে আগামী দিনে? আনন্দবাজার ডিজিটালকে বললেন পরিচালক ‘‘জীবনের প্রতিবিম্ব দেখাতে চলেছি। তার আলো-অন্ধকার বাঁকগুলোকে সামনে আনতে চাইছি। একজন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কেমন দেখতে চায়? সে কথা বলতে চাইছি। এটাই আমার প্রতিবিম্ব’’, জানালেন সুব্রত।

'প্রতিবিম্ব'র একটি দৃশ্য

পরিচালক-অভিনেতার প্রথম পরিচালনা ছোটদের ছবি ‘দূরবীন’। এ বার তিনি বড়দের কথা বলতে চলেছেন সিরিজে। সুব্রতর দাবি, ‘‘গল্প হয়ত জানা। এক ট্যাক্সি ড্রাইভার আর এক পতিতার প্রেম। দু’জনেই দু’জনকে প্রাণ দিয়ে ভালবাসে।"

আরও পড়ুন: শ্রীদেবীর সঙ্গে অভিনয় করতে ভয় পেতেন সলমন, ফাঁস করলেন সত্যি কথা

সিরিজে মিলির রোজের নরক যন্ত্রণায় ইতি টানতেই দিনরাত খাটে গোবিন্দ। আচমকাই সে টোপ পায় মোটা রোজগারের। লুফে নিয়ে কাজ করতে করতেই টের পায়, অপরাধের চোরাবালিতে ডুবে যাচ্ছে ক্রমশ। এটাই কি জীবনের থেকে চাওয়া ছিল গোবিন্দ ওরফে ট্যাক্সি ড্রাইভারের? এমন অজস্র চোরাগলির সন্ধান দেবে এই সিরিজ, জানালেন পরিচালক।

ওটিটি মানেই হয় রহস্য নয় ভূত। নয় 'সাহসী' দৃশ্য...
কথা শেষ করতে দিলেন না পরিচালক। হ্যাঁ, তিনিও নগ্নতা, যৌনতা, সাহসী দৃশ্য রেখেছেন। কিন্তু সেগুলো চিত্রনাট্য দাবি করেছে বলেই। তাঁর যুক্তি, এই প্রথম ওয়েবে সৌরভ চক্রবর্তীর মতো অতি পরিচিত অভিনেতা বিনা দ্বিধায় সম্পূর্ণ নগ্ন হয়েছে। যা বাংলা, হিন্দি ওয়েব দুনিয়ায় বিপ্লব!

‘‘আগের জীবনের ক্লেদ মুছে নতুন জন্ম নিচ্ছেন তিনি। জন্মের সময় কার শরীরে পোশাক থাকে? এই রূপক দৃশ্যে তাই সৌরভ সুতোহীন।’’

পাঁচটি পর্বের এই সিরিজে এই রকমই আরও অনেক অভিনব দৃশ্য, মোচড় জড়িয়ে আছে। এই সিরিজে বিভিন্ন চরিত্রে দেখা যাবে সাগ্নিক ঘোষ, অসীম রায়চৌধুরী, অনুষ্কা চক্রবর্তী, জিনিয়া পাণ্ডেকে।
কথা শেষের আগে একমাত্র আনন্দবাজার ডিজিটালকে বললেন সুব্রত, তাঁর পরের সিরিজে আর রহস্য-রোমাঞ্চ নয়। আসছে এক নিটোল প্রেমের কাহিনি। এক হত কুৎসিত ছেলের সঙ্গে অতি সুন্দরীর গাঢ় রসায়ন।

দুই মুখ্য চরিত্রে সম্ভবত দেখা যেতে পারে ইন্দ্রাশিস রায়, তনুশ্রী চক্রবর্তীকে।

আরও পড়ুন: বড়দিনে আয়রাকে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' উপহার দিচ্ছেন সৃজিত

Pratibimbo Web Series Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy