Advertisement
E-Paper

১৪ বছর আগে কেবিসি-তে এসেছিলেন আজকের এই বলি নায়িকা

ছবিতে একটি বাচ্চা মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে। বেশ হাসিখুশি। গোলাপি ফুলকো গালের এই কিশোরী কে বলুন তো?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ১৫:২৪
সারা আলি খান। ভিডিয়ো থেকে নেওয়া ছবিটি।

সারা আলি খান। ভিডিয়ো থেকে নেওয়া ছবিটি।

ছবিতে দুটি বাচ্চা মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে বেশ হাসিখুশি গোলাপি ফুলকো গালের এই কিশোরী রয়েছে। যে ছবির বাঁ দিকে রয়েছে। ইনি কে বলুন তো?

এক বলিউড নায়িকা এই বাচ্চা মেয়েটি। তখন তাঁর ১২ বছর বয়স। তিনি তাঁর বাবা বলিউডের এক নায়কের সঙ্গে ‘কউন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনকে শুভেচ্ছাও জানায় সেই কিশোরী।

কিশোরী বলেন, ‘আদাব’। এর পর অমিতাভ বচ্চন বলেন, ‘ভেরি কিউট’। তার পর কিশোরীকে অমিতাভ জিজ্ঞেস করেন, সে কেমন আছে। উত্তরে আজকের বলি নায়িকা বলেছিলেন, ‘‘আমি দারুণ আছি।’’

আরও পড়ুন: ২৫০ কোটি, ১৩৫ কোটি, ১০০ কোটি...বছরের শুরুতেই চার-ছক্কার বন্যা বলিউডের ব্যাটে

এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

কিশোরীকে চিনতে পারছেন? তাঁর বাবা সইফ আলি খান। আর মা অমৃতা সিংহ। এই কিশোরীই আজকের বলিউড নায়িকা সারা আলি খান

The younger sara was also soooo well behaved and graceful! LoveLove❤ @saraalikhan95 😊 . . Follow me my new page @indianvideoz

A post shared by Bollywood love ❤ (@boliywoodlove) on

আরও পড়ুন: স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হিরো আলম

সইফের সঙ্গে সে সময় এসেছিলেন ছোট্ট সারা। সেই পর্বে ৫০ লক্ষ টাকা জিতেছিলেন সইফ ও প্রীতি। ১৪ বছর পর ফের বাবার সঙ্গে কর্ণ জোহরের একটি শোয়ে এসেছিলেন সারা। ছোট্ট সারার মতো আজকের বলি নায়িকা সারাও অত্যন্ত সপ্রতিভ। সপাটে কর্ণের প্রশ্নের একের পর জবাব দিয়েছেন।

দেখুন, বিনোদনের নানা কুইজ

Sara Ali Khan Saif Ali Khan Amitabh Bachchan KBC Bollywood Viral Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy