গুগ্লে সার্চ করার ক্ষেত্রে ভারতীয়দের দেশপ্রেম যেন তুঙ্গে ওঠে! অন্তত পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে তো বটেই। কারণ, অনলাইনে পর্নছবি দেখার ক্ষেত্রে সার্চ হিসেবে সবচেয়ে বেশি যে শব্দটি লেখা হয়, সেটি ‘ইন্ডিয়ান’।
তালিকায় এক্কেবারে প্রথম শব্দটাই ভারতীয়! এর পরেই জায়গা পেয়েছে ভারতীয় বৌদি অর্থাত্ ‘ইন্ডিয়ান ভাবি’। তার পর একে একে জায়গা করে নিয়েছে অভিনেত্রী, স্ত্রী, সহকর্মী, আন্টি, দেশি, কিশোরী— সব ক’টির আগে যদিও ইন্ডিয়ান শব্দটি ছিল। আর সেরা দশের শেষ দু’টি শব্দ জাপানি এবং ইন্দোনেশিয়ান! অনলাইনে পর্ন ছবি দেখতে ২০১৫-য় ভারতীয়রা কোন কোন শব্দ দিয়ে গুগ্ল-সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে অনুসন্ধান চালিয়েছেন? তারই সেরা ১০টি শব্দ সম্প্রতি প্রকাশ্যে এনেছে একটি পর্ন সাইট। সেখানে পরিসংখ্যান দিয়ে তারা জানিয়েছে, ভারতীয়দের সার্চ তালিকার ‘ইন্ডিয়ান’-এর পরেই রয়েছে ‘ইন্ডিয়ান ভাবি’। যদিও সেরা দশের বাইরে ছড়িয়েছিটিয়ে রয়েছে আরও নানা শব্দ। বা শব্দগুচ্ছ। কখনও ভাইয়ের বান্ধবী, কখনও বা অফিসের বস!
পর্নস্টারদের নিয়েও পরিসংখ্যান রয়েছে। সেখানে ভারতীয়দের কাছে সবচেয়ে পছন্দের সানি লিওন। তার পরেই রয়েছেন মিয়া খলিফার নাম। সানি যদিও দীর্ঘ দিন ধরেই ভারতীয় ভূ-খণ্ডে দাপটের সঙ্গে সার্চেবল হয়েছেন। তবে, বিগ বসের সুবাদে এখন খলিফার বাজার বাড়ছে। বিশ্ব বাজারেও তিনি দু’নম্বরে রয়েছেন। পর্নস্টার না হয়েও সে ক্ষেত্রে তালিকার প্রথম নাম কিম কার্দাশিয়ানের। সানি লিওনের নাম তালিকার চার নম্বরে।
তথ্যের এখানেই শেষ নয়। প্রতি সেকেন্ডে ওই ওয়েবসাইটে প্রায় ৭৫ জিবি-র পর্ন দেখা হয়। ভারতীয়দের কথা শুনে ভাল লাগতে পারে, তারা প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৯ মিনিট করে পর্ন সেশন কাটান অনলাইনে। গত বছর মিনিটখানেক বরাদ্দ বাড়িয়েছেন তারা।