Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৮ অক্টোবর ২০২১ ই-পেপার

শীতের ছুটিতে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০২ এপ্রিল ২০২০ ০২:৩৭
‘টনিক’ ছবিতে পরান ও দেব

‘টনিক’ ছবিতে পরান ও দেব

গরমের ছুটি থেকে শীতের ছুটিতে পিছিয়ে গেল দেবের ছবি। পরান বন্দ্যোপাধ্যায় এবং দেব অভিনীত ‘টনিক’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৮ মে, যা পিছিয়ে গিয়েছে এখন। অতনু রায়চৌধুরী প্রযোজিত এবং অভিজিৎ সেন পরিচালিত এই ছবি মুক্তি পাবে এ বছর শীতের ছুটিতে। ছবির আর এক মুখ্য চরিত্রে রয়েছেন শকুন্তলা বড়ুয়া।

ছবিতে শকুন্তলা-পরান স্বামী-স্ত্রীর চরিত্রে, যাঁদের জীবনে আবির্ভাব ঘটে দেবের চরিত্রটির। এর পর তাঁর হাত ধরেই স্বপ্নপূরণ ঘটে বৃদ্ধ দম্পতির। পরান এবং দেবকে অ্যাডভেঞ্চার স্পোর্টসে মেতে উঠতে দেখা গিয়েছে এ ছবির পোস্টারে।

দেবের প্রযোজনায় ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পাওয়ার কথা ছিল ১ মে, সেটিও আপাতত পিছোচ্ছে। এ ছাড়া দেব প্রযোজিত ও অভিনীত ‘কিশমিশ’ আসার কথা পুজোয়।

Advertisement

এ ছাড়া এ বছর এসভিএফের ব্যানারে ‘গোলন্দাজ’ এবং বাংলাদেশের ছবি ‘কমান্ডো’ও হাতে রয়েছে দেবের। তবে সব ক’টি ছবির মুক্তির তারিখই আপাতত অনিশ্চিত।

আরও পড়ুন

Advertisement