‘বাঘা যতীন’ ছবিতে দেব। ছবি: সংগৃহীত।
‘বাঘা যতীন’ সিনেমায় নামভূমিকায় দেব। কিন্তু তিনি যদি এই চরিত্রে অভিনয় না করতেন, তা হলে সবথেকে মানানসই কে হতেন? দেব নিজেই এর জবাব দিলেন। আনন্দবাজার অনলাইনকে বললেন, তাঁর পছন্দ জিৎ।
চালসায় দেব এখন পুরোদমে শুটিং করছেন ক্রিসমাসের ছবি ‘প্রধান’-এর। শুটিং করতে করতেই এক ফাঁকে কলকাতায় চলে এসেছেন। লক্ষ্য, পুজোর ছবি ‘বাঘা যতীন’-এর প্রচার শুরু করা। শনিবার প্রকাশ্যে এল অরুণ রায়ের ছবির প্রচার ঝলক। নতুন নায়িকা সৃজা দত্তকে নিয়ে অনুষ্ঠানে আসেন দেব। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, যদি বাঘা যতীনের চরিত্রে তিনি অভিনয় না করতেন, তা হলে কোন অভিনেতাকে তাঁর পছন্দ? আনন্দবাজার অনলাইনকে দেব বললেন, ‘‘আমি তা হলে জিৎদাকে বলতাম এই চরিত্রে অভিনয় করার জন্য। একটা লার্জার দ্যন লাইফ ব্যাপার। আমি ছাড়া জিৎদাই মনে হয় এমন চরিত্রে অভিনয় করতে পারত।’’
জিৎ। ছবি: সংগৃহীত।
১৯ অক্টোবর পুজোয় বাংলা ভাষায় মুক্তি পাবে এই ছবি। ২০ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্তে হিন্দিতে মুক্তি পাবে ‘বাঘা যতীন’।
এক দিকে আগামী ছবির কাজ, অন্য দিকে আবার পুজোর ছবির প্রচার। জানালেন, এমন ব্যস্ততা, কাজের চাপ থাকলেই তিনি চাঙ্গা থাকেন। ‘প্রধান’-এর প্রথম দিনের শুটিংয়েই জ্বরে কাবু হয়েছিলেন দেব৷ কিন্তু তার পরেও কাজ চালিয়ে গিয়েছেন। বললেন, ‘‘কাজের মধ্যে থাকলেই ভাল লাগে।’’
অভিনেতা দেবের থেকেও প্রযোজক দেবকে এগিয়ে রাখলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy