শ্রাবন্তীর হঠাৎ হলটা কী? কেন হঠাৎ ‘পালোয়ান’ হওয়ার ইচ্ছে হল তাঁর! শনিবার থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল তাঁর ফ্যানেদের মনে। সৌজন্যে তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম ছবি।
হলুদ রঙের লং ম্যাক্সি পরে রয়েছেন অভিনেত্রী। মুখটা কি একটু গম্ভীর? অদ্ভুত ব্যাপার হল, অভিনেত্রীর নিজের হাত বদলে গিয়ে রাতারাতি সেখানে দেখা যাচ্ছে, সবুজ টি-শার্ট পরা কোনও ‘মাসল ম্যান’-এর হাত! অনেকটা সেই ‘ছিল রুমাল হয়ে গেল বিড়াল’-এর মতো অবস্থা। ক্যাপশনে আবার শ্রাবন্তী লিখেছেন, ‘মাসল যখন শব্দের চেয়েও জোরে কথা বলে’।
আরও পড়ুন-মধ্যরাতে রণবীরের বাড়ি থেকে বেরোলেন আলিয়া, চোখ দেখে নেটিজেনরা ভাবলেন...