কলকাতায় সলমনের সঙ্গে সাক্ষাতের পর তারকার সঙ্গে ছবি তুলেছেন আয়ুশী। ছবি: সংগৃহীত।
শনিবার কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন সলমন খান। বিমানবন্দর থেকে শুরু করে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেখানেই সলমন পা রেখেছেন, প্রিয় তারকাকে একঝলক দেখতে অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন। কিন্তু সলমনের সঙ্গে আলাদা করে দেখা করার সুযোগ পেয়েছিলেন টলিপাড়ার অভিনেত্রী আয়ুশী তালুকদার। ভাইজানের সঙ্গে তোলা ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেই নিমেষে তা ভাইরাল হয়।
সলমনের ভক্ত আয়ুশী। কী ভাবে সলমনের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন তিনি? সোমবার আনন্দবাজার অনলাইনকে আয়ুশী বললেন, ‘‘যে দিন প্রথম শুনেছিলাম যে, উনি কলকাতায় আসছেন, তবে থেকে আমি চেষ্টা করছিলাম। কিন্তু ওঁর চারপাশে এখন কড়া নিরাপত্তা বলয়। তাই বুঝতে পারছিলাম না, কী ভাবে সাক্ষাৎ সম্ভব।’’ শেষে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সলমনের সঙ্গে দেখা করেন আয়ুশী। অভিনেত্রী বললেন, ‘‘পূজাদি মুম্বইতে কাজ করেন। সলমনের টিমের এক জনের সঙ্গে ওঁর পরিচয় ছিল। তাই বিষয়টা সহজ হয়ে যায়।’’
আয়ুশী জানালেন, শোয়ের শেষে মাঝরাতে সলমনের হোটেলের স্যুইটে সুপারস্টারের সঙ্গে তিনি এবং পূজা দেখা করেন। উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ‘‘শেরা দরজার বাইরে ছিলেন। আমি ভিতরে ঢোকার পর চোখের সামনে সলমনকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না! আমাদের দেখেই এমন ভাবে সোফায় বসতে বললেন যেন কত দিনের পরিচিত।’’ তার পর শো কেমন হয়েছে, আয়ুশীর কাছে তা জানতে চান সলমন। আয়ুশী বললেন, ‘‘উনি তার আগেই ৩-৪ ঘণ্টা পারফর্ম করেছেন। এ দিকে রাত ২টো নাগাদ আবার মুম্বইয়ের বিমান ধরবেন। কিন্তু দেখে বোঝার উপায় নেই।’’
সলমনের সঙ্গে শুধু ছবি তোলাই নয়, অভিনেতার আতিথেয়তায় মুগ্ধ আয়ুশী। বললেন, ‘‘উনি আমাদের স্ন্যাক্স অফার করলেন। আমি সেটা খাব কী, তখন সময়টা আমার জন্য থেমে গিয়েছিল।’’ সলমনের জন্য তাঁর টিমের তরফে কলকাতার বিশেষ বিরিয়ানির বন্দোবস্ত করা হয়েছিল। আয়ুশী বললেন, ‘‘উনি জানতেন যে, আমরা শো দেখে সরাসরি এসেছি। আমাদের বিরিয়ানি অফার করলেন। আরও এক বার আমার অবাক হওয়ার পালা। কিন্তু শেষ পর্যন্ত আর খাইনি।
মুম্বই ফিরে গিয়েই ‘টাইগার ৩’ ছবির শুটিংয়ে যোগ দেবেন সলমন। মঙ্গলবার এই শিডিউলে সলমনের সঙ্গে শাহরুখ খানের ক্যামিয়ো অংশের শুটিং হওয়ার কথা। আয়ুশীকে সেই শুটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন সলমন। অভিনেত্রী বললেন, ‘‘পুজাদির বাড়ির পাশেই লোকেশন। আমাকে শুটিং দেখতে আমন্ত্রণ করেছেন সলমন। হতেই পারে, সোমবার রাতেই আমি ফ্লাইটে মুম্বই পৌঁছে যেতে পারি!’’
মজার বিষয়, শনিবার আয়ুশীর সঙ্গে ছিলেন সোমরাজ মাইতি। সোমরাজ কিন্তু সলমনের সঙ্গে দেখা করেননি। বরং বাইরে অপেক্ষা করছিলেন। কেন? সোমরাজ হাসতে হাসতে আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘আসলে আমি শাহরুখ খানের ফ্যান। তাই আর এত মাথা ঘামাইনি। আয়ুশী সলমনের সঙ্গে দেখা করেছে, আমি তাতেই খুশি।’’
সলমনের সঙ্গে মাত্র ১৫ মিনিটের জন্য দেখা করেছিলেন আয়ুশী। বললেন, ‘‘অল্প কয়েক জন বলিউড তারকার সঙ্গে দেখা করার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু সলমনের সামনে সেগুলো তুচ্ছ। এই অভিজ্ঞতা কোনও দিন ভুলতে পারব না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy