Advertisement
২২ জুন ২০২৪
Sudipta Banerjee

বিয়ের পিঁড়িতে ‘সোহাগ জল’ সিরিয়ালের বেণী বৌদি, কবে বিয়ে সুদীপ্তার?

তিন বছরের প্রেম। চলতি বছরেই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। ঠিক হয়ে গেল দিনক্ষণ।

Photo of Tollywood actress Sudipta Banerjee

প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্র সৌম্য বক্সীকে বিয়ে করতে চলেছেন সুদীপ্তা। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫১
Share: Save:

টলিপাড়ায় বিয়ের সানাই৷ আগামী মে মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। শ্বশুরবাড়ির সকলে আদ্যোপান্ত রাজনীতির সঙ্গে যুক্ত। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্র সৌম্য বক্সীকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। প্রায় তিন বছরের প্রেম তাঁদের। অবশেষে মে মাসে চারহাত এক হবে৷

শুভেচ্ছা জানাতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় সুদীপ্তার সঙ্গে। ফোন তুলেই অনেকটা হেসে নায়িকার উত্তর, ‘‘ধন্যবাদ। এখন রাত ২টো পর্যন্ত শুধু বিয়ের আলোচনা চলছে।’’ কোথায় বসবে বিয়ের আসর? ভূরিভোজই বা কেমন হতে চলেছে? সুদীপ্তা বললেন, ‘‘আমাদের বাড়ির থেকেও ওদের বাড়িতে প্রস্তুতি তুঙ্গে। কেনাকাটা চলছে। সায়েন্স সিটির পিছনে বসবে বিয়ের আসর। আর বৌভাত হবে নিকোপার্কে। বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা সবই থাকছে মেনুতে৷ আমার বৌভাতে নিমন্ত্রিতর সংখ্যা প্রায় আড়াই হাজার।’’ কিন্তু বিয়ের তারিখটা কবে? হাসতে হাসতে অভিনেত্রীর উত্তর, ‘‘আমরা শ্রমিক দিবসে বিয়ে করছি। ১মে আমার বিয়ে।’’

২০২১ সালেই বিয়ে হওয়ার কথা ছিল সৌম্য আর সুদীপ্তার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। অবশেষে ২০২৩-এ তাঁদের চারহাত এক হতে চলেছে৷ তবে বিয়ের পর আপাতত দু’জনের মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা নেই। আপাতত সুদীপ্তাকে দর্শক দেখছেন ‘সোহাগ জল’ সিরিয়ালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE