Advertisement
২০ এপ্রিল ২০২৪

স্পাইডারম্যানের অন্য মুখ

মুখোশ খুললেই নতুন মুখ। পিটার পার্কার ওরফে স্পাইডারম্যানের মুখ বদল ঘটছে আগামী ছবিতে! তা, সে আর নতুন কী! জনপ্রিয় টুন-সুপারহিরো স্পাইডারম্যানের প্রথম সিরিজে নামভূমিকায় ছিলেন টোবি ম্যাগুয়ার, ‘রিবুট’ সিরিজ ‘দি অ্যামেজিং স্পাইডারম্যান’-এ আসেন অ্যান্ড্রু গারফিল্ড।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০০:০৪
Share: Save:

মুখোশ খুললেই নতুন মুখ। পিটার পার্কার ওরফে স্পাইডারম্যানের মুখ বদল ঘটছে আগামী ছবিতে!

তা, সে আর নতুন কী! জনপ্রিয় টুন-সুপারহিরো স্পাইডারম্যানের প্রথম সিরিজে নামভূমিকায় ছিলেন টোবি ম্যাগুয়ার, ‘রিবুট’ সিরিজ ‘দি অ্যামেজিং স্পাইডারম্যান’-এ আসেন অ্যান্ড্রু গারফিল্ড। আর এ বার স্পাইডারম্যানের আসন্ন ছবিতে মাকড়সা-মানুষের ভূমিকায় দেখা যাবে ১৯ বছর বয়সী টম হল্যান্ডকে।

তবে, এই মুখ পাল্টানো একেবারেই অকারণে নয়। এক ওয়ার্ল্ড-ওয়াইড কাস্টিং সার্চে টমকেই বেছেছে সোনি পিকচার্স এবং মার্ভেল স্টুডিও। ২০০০ সালের ব্রিটিশ ছবি ‘বিলি এলিয়ট’-এর মিউজিক্যাল রূপান্তর ‘বিলি এলিয়ট দ্য মিউজিক্যাল’-এর নামভূমিকায় টম নজর কেড়েছিলেন সমালোচকদের। এখানেই শেষ নয়। প্রশংসিত হয়েছে ‘দি ইমপসিবল’, ‘উলফ হল’, আসন্ন ছবি ‘ইন দ্য হার্ট অফ দ্য সি’ ইত্যাদি ছবিতে তাঁর অভিনয়। এখন বিশ্বের অন্যতম প্রধান সুপারহিরোর অফার তাঁর সামনে।

শুনতে এমন সহজ হলেও ব্যাপারটা যে খুব সহজে ঘটেছে, এমন নয়। নতুন স্পাইডি-কে খুঁজে বার করতে বেশ বেগ পেতে হয়েছে সোনি ও মার্ভেলের কর্তাদের। অবশেষে স্ক্রিন টেস্টে সবাইকে পিছনে ফেলে উঠে আসেন টম। তার পরেই একমাত্র নতুন স্পাইডারম্যান হিসেবে টম যে ‘পারফেক্ট’, স্বীকার করেছেন পরীক্ষকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE