টানা ছ’বছরের বিরতি। ভরা শীতে শীতঘুম ভাঙল অর্জুন চক্রবর্তীর! তপন সিংহের প্রিয় অভিনেতাকে ফের পর্দায় ফেরাতে চলেছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সব ঠিক থাকলে ৪ জানুয়ারি থেকে উইন্ডোজ় প্রযোজনা সংস্থার আগামী ছবির শুটিং শুরু।
খবর, এই ছবিতেই জমিদারের চরিত্রে দেখা যাবে তাঁকে। সপ্তাহের প্রথম দিনেই তাঁর ‘লুক’ সেট ছিল। আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। ধাক্কাপাড় ধুতি, সুতোর কাজের পাঞ্জাবি, হাতে ছড়ি। সব মিলিয়ে বেশ রাজকীয় ব্যাপার। তাঁর অভিনীত চরিত্র তাঁরই বয়সি।
অনেক দিন পরে আবার ‘লুক’ সেট। নতুন বছর পড়লেই শুটিং শুরু। প্রসঙ্গ তুলতেই অভিনেতা বললেন, “ইচ্ছে করেই অবসর নিয়েছিলাম। বরাবর ভীষণ ভাল ছবিতে অভিনয় করেছি। তাই যে কোনও চরিত্রে মুখ দেখাব না বলেই এত দিন দূরে ছিলাম। নন্দিতা-শিবুর সঙ্গে ৩০ বছরের বন্ধুত্ব। এই প্রথম কাজ।” পরিচালকজুটি তাঁকে গল্প শোনাতেই অভিনেতা আর ফেরাতে পারেননি। প্রসঙ্গত, নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে বর্ষীয়ান অভিনেতাদের সব সময়েই আলাদা গুরুত্ব থাকে। তাঁদের প্রযোজিত ছবি ‘দাবাড়ু’-তে বেশ কয়েক বছর পরে অভিনয়ে ফেরেন দীপঙ্কর দে।
আরও পড়ুন:
পর্দার জমিদারবাবু আদতে কেমন? প্রশ্ন ছিল অভিনেতার কাছ। তিনি এ প্রসঙ্গে চুপ। তবে সূত্রের খবর, ছবিতে অর্জুন যথেষ্ট ‘রঙিন’। দুটো বিয়ে। তৃতীয় বার তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। একজন রক্ষিতাও আছেন! বর্ষীয়ান অভিনেতার দুই বৌয়ের একজন রাইমা সেন অন্য জন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, একই দিনে লুক সেটের ডাক পেয়েছেন কনীনিকাও। ছোটপর্দায় নিয়মিত সঞ্চালনায় ব্যস্ত তিনি। তারই ফাঁকে এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে রাজি হয়েছেন তিনি।