অনন্যাকে চেনেন? অনন্যা বিশ্বাস? টলিউড অভিনেত্রী?
এ ভাবে হয়তো একবারে নামটা শুনে চিনতে পারছেন না। কিন্তু জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’-এর পালককে নিশ্চয়ই চেনেন?
ঠিকই ধরেছেন ‘কে আপন কে পর’-এর পালকই হলেন অনন্যা। সদ্য জন্মদিন পেরলেন নায়িকা। তাঁর জন্য সারপ্রাইজের আয়োজন করেছিলেন অনন্যার বন্ধুরা।
মধ্যরাতে কেক নিয়ে অনন্যাকে সারপ্রাইজ দেন তাঁর বন্ধুরা। সেই ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তাঁরা। স্বভাবতই জীবনের বিশেষ দিনে এই আয়োজনে খুশি অভিনেত্রী।
আরও পড়ুন, রাস্তায় দাঁড়িয়ে আবির-তনুশ্রী-পূজারিনির আড্ডা, কেন জানেন?
এর আগে ‘ভালবাসা ডট কম’, ‘টাপুর টুপুর’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অনন্যার অভিনয় দর্শক পছন্দ করেছিলেন। ‘কে আপন কে পর’ ধারাবাহিকে মূলত নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে ‘পালক’-এর চরিত্রের অনেক রকম শেডস দেখেছেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় তাঁকে আরও ভাল কাজ করার শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
(টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)