Advertisement
১৬ এপ্রিল ২০২৪
twinkle Khanna

ছেলেরা প্লাস্টিক ব্যাগের মতো, তেমন দরকারি নয় বিস্ফোরক টুইঙ্কল

সাক্ষাৎকারে টুইঙ্কল জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর মা ডিম্পল কাপাডিয়া তাঁকে শিখিয়েছেন, পুরুষ তাঁদের জীবনে কখনওই প্রয়োজনীয় নয়।

টুইঙ্কল খান্না।

টুইঙ্কল খান্না।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১৯:৩১
Share: Save:

নারীবাদী হতে কি কোনও বিশেষ শিক্ষার প্রয়োজন? এর জবাবে টুইঙ্কল খান্না বলেছিলেন, পুরুষকে তাঁর জীবনে অপ্রয়োজনীও, এই বোধ থেকেই তিনি নারীবাদী হয়েছেন। কেন না তাঁর বরাবরই মনে হয়েছে ছেলেরা হল হ্যান্ডব্যাগের মতো। লুই উইটোঁর মতো ব্র্যান্ডেড হলে তো ভালই, তবে তার বদলে যদি হাতে প্লাস্টিকের ব্যাগ হয়, তা দিয়েও কাজ চালিয়ে নেওয়া যায়।

বছর তিনেক আগে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার পত্নী টুইঙ্কল খান্নার এমনই এক মন্তব্য ভেসে উঠেছে সমাজমাধ্যমে। পুরুষকে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা করে টুইঙ্কল ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর মা ডিম্পল কাপাডিয়া তাঁকে শিখিয়েছেন, পুরুষ তাঁদের জীবনে কখনওই প্রয়োজনীয় নয়।তিনি লেখেন, ‘আমরা নারী-পুরুষ সমতা, লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা করিনি কখনও। তবে মায়ের শিক্ষায় আমি ছোট থেকেই বুঝে গিয়েছিলাম, ছেলেরা হল হ্যান্ড ব্যাগের মতো, সুন্দর হোক বা প্লাস্টিকের কাজ চালিয়ে নেওয়া যাবে।‘

টুইঙ্কলের এই সাক্ষাৎকারটি টুইটারে এক ইউজার সম্প্রতি শেয়ার করে লেখেন, এমন একটি মন্তব্য করার জন্য টুইঙ্কল খান্নাকে নিশ্চয়ই তীব্র সমালোচনার শিকার হতে হয়েছিল! জবাব দিয়েছেন টুইঙ্কল নিজেই। সমাজ মাধ্যমে ওই ব্যক্তিকে ট্যাগ করে লিখেছেন, ‘যদি আগে সমালোচনা না-ও হয়ে থাকে, এ বার হতেই হবে। আপনার দৌলতে।’

ঠাট্টার সুরেই কথাটি বলেছিলেন টুইঙ্কল।যদিও তাঁর আশঙ্কা সত্যি হয়নি। বরং লিঙ্গ বৈষম্য, নারীবাদ ও অন্যান্য বিষয় নিয়ে টুইঙ্কলের ওই সাক্ষাৎকারের প্রশংসাই করেছেন নেটাগরিকরা। তবে অনেক পুরুষ অনুরাগী এ-ও বলেছেন, তোমার দৃষ্টিভঙ্গী অসাধারণ। কিন্তু, প্লাস্টিক ব্যাগের সঙ্গে আমাদের তুলনা টানলে? একটু করুণা হল না তোমার!

আরও পড়ুন : খুব শিগগিরি নতুন খবর আসছে, জানালেন উর্বশী রউতেলা

আরও পড়ুন : শ্রীদেবীর কন্যা আর সইফ পুত্রের বন্ধুত্ব! নতুন স্টারকিড জুটি নিয়ে গুঞ্জন বাড়ছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE