Advertisement
E-Paper

ক্যানসারের সঙ্গে লড়াই চলছিল, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী

১৯৮৯ সালে ‘উড়ান’ সিরিয়ালের মাধ্যমে শুরু তাঁর কেরিয়ার। কাপড় কাচার ডিটারজেন্টের বিজ্ঞাপনের জনপ্রিয় ‘ললিতাজি’ প্রয়াত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪৭
Udaan Actor Kavita Chaudhary dies due to cardiac arrest at the age of 54

‘উড়ান’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী কবিতা চৌধরী। ছবি: সংগৃহীত।

১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন ‘উড়ান’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী কবিতা চৌধরী। পঞ্জাবের অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪। অভিনেত্রীর মৃত্যুর খবরে সিলমোহর দেন তাঁর ভাইপো।

ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্রী ছিলেন কবিতা। অনুপম খের, সতীশ কৌশিক, অঙ্গদ দেশাইদের সহপাঠী। ১৯৮৯ সালে ‘উড়ান’ সিরিয়ালের মাধ্যমে শুরু তাঁর কেরিয়ার। প্রথম কাজে জনপ্রিয়তা পান অভিনেত্রী। আইপিএসের কল্যাণী সিংহের চরিত্রে দেখা যায় তাঁকে। তাঁর কড়া অভিনয় মন কাড়ে দর্শকদের। তার পর একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনের মুখ হন তিনি। তবে একটা সময়ের পর থেকে বেশ কষ্টই পেতে হয় তাঁকে। তার মধ্যেই ক্যানসারে আক্রান্ত হন তিনি। তাঁর বন্ধু অঙ্গদ দেশাই বলেন,‘‘আমি, কবিতা, অনুপম, সতীশ আমরা একসঙ্গে এনসডি-তে পড়তাম। ও যেমন ভাল মানুষ ছিল, তেমনই ভাল অভিনেত্রী। এটা শুধুই বন্ধু হারানো নয়, এটা ইন্ডাস্ট্রির ক্ষতি।’’

কবিতার ঘনিষ্ঠ বন্ধু সুচিত্রা বর্মা জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। কেমোথেরাপিও চলছিল তাঁর। প্রিয় বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনিও।

Kavita Chaudhary Actress Death News Cardiac Arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy