জি বাংলা সারেগামাপা-এ বিশেষ চমক আগামী শনি ও রবি! টিভির সামনে থেকে নড়ার অবকাশ রাখল না ‘জি বাংলা’। বাংলার মঞ্চে এই প্রথম বার মিকা সিংহর সঙ্গে এক পর্দায় উদিত নারায়ণ ও অমিত কুমার। এই দুই ম্যাজিক্যাল কণ্ঠস্বরের সাক্ষী থাকবেন ‘সারেগামাপা’-র দর্শক।
শনিবার রাত সাড়ে ন’টা থেকে ১১টা এবং রবিবার রাত সাড়ে ন’টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সুরেলা ও সুখকর ‘গানের গুঁতো’-য় মাততে চোখ রাখুন আপনার টিভির পর্দায়।
কেবল গানই নয়, থাকছে কিশোক কুমারের অজানা কিছু গল্পও। কিংবদন্তী গায়কের ছেলে অমিত কুমারের দৌলতে সেই সৌভাগ্য হবে সঙ্গীত প্রেমীদের। শুধু বাবার না, কালজয়ী সুরকার আরডি বর্মনের জীবনকাহিনিও তুলে ধরবেন অমিত কুমার। সঙ্গে থাকবেন জনপ্রিয় গায়ক মিকা সিংহও।