রাস্তায় বেরোলেই শিরোনামে উরফি জাভেদ। সেটা তাঁর উদ্ভট পোশাকের জেরে না তাঁর ‘কিছুতেই কিছু না এসে যাওয়া’ মনোভাবের জন্য, সেটা বলা শক্ত। মঙ্গলবার বিকেলেই নেট দুনিয়ায় ঝড় তুলল উরফির আর এক কীর্তি। এ দিন তিনি অঙ্গে তুলেছিলেন কালো একটি ঢোলা টি-শার্ট, সঙ্গে মানানসই কালো শর্টস।
তবে চমকটা টের পাওয়া গেল তিনি পিছন ঘুরতেই। দেখা গেল জামার পিছনদিক পুরো খোলা। সেখান থেকে উঁকি দিচ্ছে অন্তর্বাসের ফিতে।