Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Uri

“হাউ ইজ দ্য জোশ”-এর পিছনের গল্পটা কী?

“হাউ ইজ দা জোশ?” সাম্প্রতিক কালে মুক্তি পাওয়া ‘উরি: দ্যা সার্জিকাল স্ট্রাইক’ সিনেমার সংলাপ এখন ভাইরাল। কিন্তু কোথা থেকে এমন একটি সংলাপ লেখার কথা মাথায় এল এই সিনেমার পরিচালক এবং চিত্রনাট্যকার আদিত্য ধরের মাথায়?

ছবি: ইউটিউব

ছবি: ইউটিউব

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৬
Share: Save:

“হাউ ইজ দা জোশ?” সাম্প্রতিক কালে মুক্তি পাওয়া ‘উরি: দ্যা সার্জিকাল স্ট্রাইক’ সিনেমার সংলাপ এখন ভাইরাল। এতটাই জনপ্রিয় হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা গিয়েছে এই সংলাপটি। শোনা গিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের মুখেও। কিন্তু কোথা থেকে এমন একটি সংলাপ লেখার কথা মাথায় এল এই সিনেমার পরিচালক এবং চিত্রনাট্যকার আদিত্য ধরের? সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে এই রহস্যই খোলসা করছেন তিনি।

সংবাদ সংস্থা পিটিআইকে আদিত্য জানিয়েছেন যে, এই বাক্যবন্ধটির পিছনে আছে তাঁর ছোটবেলার কিছু স্মৃতি। আদিত্য জানিয়েছেন যে সেনা পরিবারের বেশ কিছু ছেলের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। তাঁদের সঙ্গে মাঝেমধ্যেই আর্মি ক্লাবেও যেতেন তিনি। সে রকমই বড়দিন অথবা নিউইয়ারের পার্টিতে দিল্লির একটি ক্লাবে গিয়েছিলেন আদিত্য। সেখানে অবসরপ্রাপ্ত বয়স্ক একজন ব্রিগেডিয়ার সমস্ত বাচ্চাদের সামনে দাঁড় করিয়ে একটা খেলা খেলতেন। এই খেলায় যে জিতত, সে উপহার হিসেবে পেত একটি চকোলেট। তিনি তাঁদের চিৎকার করে জিজ্ঞেস করতেন, “হাউ ইজ দ্য জোশ?” তার উত্তরে আদিত্য এবং বাদবাকি কমবয়সী বাচ্চারা চিৎকার করে উত্তর দিত, “হাই স্যর!” তবে চকোলেট সেই পেত, যার গলার আওয়াজ সব থেকে জোরে বার হতো। আদিত্য জানিয়েছেন যে, খেতে বরাবরই ভালোবাসতেন তিনি। তাই তাঁর গলার আওয়াজই বেশিরভাগ সময় সব থেকে জোরে বের হওয়ায় তিনিই চকোলেটটি পেতেন।

সেই থেকেই ‘হাউ ইজ দা জোশ’ লাইনটি তার স্মৃতিতে বিশেষ একটা জায়গা অধিকার করে আছে বলে জানিয়েছেন আদিত্য। ‘উরি’ সিনেমার চিত্রনাট্য যখন তিনি লিখছেন, তখন একেবারে প্রথম থেকেই এই লাইনটি সেখানে ছিল বলেও জানিয়েছেন তিনি। তিনি এ-ও বলেছেন যে, ‘উরি’তে ব্যবহার করার জন্য একদম আদর্শ পাঞ্চ লাইন ছিল এটি।

আরও পড়ুন: ‘দেব.ডি’-র দশ বছর উপলক্ষে অভয়ের পোস্টে তরুণীর কমেন্ট ভাইরাল

আরও পড়ুন: গুরুতর অসুস্থ সোনু, হাসপাতাল থেকে কী বললেন অনুরাগীদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uri Narandra Modi Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE