মৃত্যুর পর মানুষ প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায়, ছোট থেকে এটাই জেনেছেন শ্রীময়ী ধারাবাহিকের ‘জুন আন্টি’ ওরফে ঊষসী চক্রবর্তী। ৬ অগস্ট, বাবা শ্যামল চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকীর দিন সেই ভাবনায় বদল আনার সাধ জেগেছিল তাঁর মনে। সে দিন তাঁর সামাজিক পাতায় তিনি লিখেছিলেন, যাঁরা বিশ্বাস করেন মৃত্যুর পরেও কোনও ভাবে মানুষ রয়ে যান, দূর থেকে দেখতে পান সব কিছু, তাঁদের মতো করে ভাবতে ইচ্ছে করছে একটা দিন।
৯ অগস্ট আরও একটি পোস্ট ঊষসীর। লিখেছেন, ‘কাকতালীয় ভাবে আমি আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনেই ডক্টরেট ডিগ্রি হাতে পেলাম’! আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছেন, ‘‘জানি, বাবা কোথাও নেই। এই ঘটনার পরে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে, বাবা আমায় ছেড়ে যাননি।’’