Advertisement
E-Paper

মেট্রোয় শরীরচর্চা বরুণের, সমাজমাধ্যমে তীব্র আপত্তি কর্তৃপক্ষের! জরিমানা দেবেন অভিনেতা?

মেট্রোর কামরার ভিতরে ধাতব হ্যান্ডেল ধরে শরীরচর্চায় মগ্ন অভিনেতা। ভিডিয়ো ভাইরাল হতেই টনক নড়ে কর্তৃপক্ষের। এ বার কি জরিমানা গোনার পালা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৩:১৮
শাস্তির মুখে বরুণ ধবন?

শাস্তির মুখে বরুণ ধবন? ছবি: ফেসবুক।

বরুণ ধবন চলন্ত মেট্রোরেলের কামরায় শরীরচর্চা করছেন! অভিনেতার অনুরাগীরা সেই ঝলক দেখে আহ্লাদিত। তিতিবিরক্ত মেট্রোরেল কর্তৃপক্ষ। তাঁরা বরুণের ভিডিয়ো ভাগ করে নিয়ে সাবধান করেছেন যাত্রীদের। সতর্ক করেছেন, তাঁরা যেন প্রিয় অভিনেতার পথে না হাঁটেন। এই ধরনের কাজ শাস্তিযোগ্য।

এর পরেই গুঞ্জন, এমন হঠকারী পদক্ষেপের জন্য নাকি বরুণকে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে!

সাধারণতন্ত্র দিবসে মুক্তি পেয়েছে বরুণ অভিনীত ‘বর্ডার ২’। সম্ভবত তারই প্রচারে মেট্রোয় উঠেছিলেন তিনি। ছবির বাণিজ্য ঊর্ধ্বমুখী। অভিনেতার যখন সুসময়, তখনই কি সমস্যার মুখোমুখি তিনি? বিষয়টি নিয়ে অভিনেতা কথা বলেননি। তবে মুখ খুলেছে তাঁর দল। বরুণের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভিডিয়োটি মেট্রোরেল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছেন। সমস্যা মিটে গিয়েছে। মিটে গিয়েছে ভুল বোঝাবুঝি। ফলে, এই নিয়ে কোনও পক্ষেরই আর কোনও বিরোধ নেই। অভিনেতাকে জরিমানাও দিতে হবে না।

পাশাপাশি, তাঁরা তুলে ধরেন মেট্রোরেল কর্তৃপক্ষের একটি বার্তা। সেখানে বলা হয়েছে, “মেট্রো রেলওয়ে (অপারেশনস অ্যান্ড মেনটেন্যান্স) অ্যাক্ট, ২০০২-এ উল্লিখিত উপদ্রব সৃষ্টি এবং/অথবা সম্পত্তির ক্ষতির সাথে সম্পর্কিত ধারা অনুসারে এই ধরনের কাজ শাস্তিযোগ্য। অপরাধের গুরুত্ব অনুসারে জরিমানা, এমনকি কারাদণ্ডও হতে পারে। তাই যাত্রীরা কামরার ভিতরে ধাতব হ্যান্ডেল ধরে ঝুলে পড়বেন না।।” এই বার্তা ফের প্রকাশ্যে এনে বরুণের টিম বার্তায় লিখেছেন, “এই জরিমানা কোনও ভাবেই বরুণের উপরে প্রযোজ্য নয়। এই বার্তা থেকেই সম্ভবত ভ্রান্তি ছড়িয়েছে।”

অভিনেতার পক্ষ থেকে আরও জানানো হয়, বরুণ সমস্ত সরকারি প্রতিষ্ঠানের প্রতিই শ্রদ্ধাশীল। তিনি অক্ষরে অক্ষরে সরকারি সব নিয়ম পালন করেন। মেট্রোরেল কর্তৃপক্ষের ক্ষেত্রেও অভিনেতার একই ভাবনা।

Bordar 2 Varun Dhawan Mumbai Metro Rail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy