প্রয়াত ধর্মেন্দ্র। ভেন্টিলেশনে ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অভিনেতা। সোমবার, নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও পরিবারের তরফে এখনও কিছু জানানো হয়নি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯০ বছর। পবন হংস শ্মশানে হবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া।
সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে জানানো হয়েছে, পুলিশ সূত্রে খবর, অভিনেতার মৃত্যু হয়েছে সোমবার সকালে। মুম্বইয়ের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর পোস্টে স্পষ্ট, তিনি ধর্মেন্দ্রের অভিনয়ে মুগ্ধ ছিলেন। তাই তিনি লেখেন, “যে ভাবে তিনি ভিন্ন ভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছিলেন তার সঙ্গে অগুনতি মানুষ একাত্ম বোধ করতে পারতেন। অভিনয়ের পাশাপাশি বিনয়, নম্রতা ও আন্তরিকতার জন্যেও ধর্মেন্দ্রকে মানুষ ভালবেসেছেন। এই দুঃখের মুহূর্তে আমার সমবেদনা রইল ওঁর পরিবার, পরিজন, বন্ধুবান্ধব ও অসংখ্য অনুরাগীর প্রতি। ওম শান্তি।”
মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “ধর্মেন্দ্রজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় সিনেমায় তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পরিবার, পরিজন, অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।”
প্রায় ১৫ দিন ধরেই চলছিল টানাপড়েন। শোনা গিয়েছিল, ধর্মেন্দ্রের স্বাস্থ্যের ক্রমশ অবনতি হচ্ছে এবং সেই কারণেই নাকি ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। এর পরেই অভিনেতাকে দেখতে হাসপাতালে পৌঁছোন স্ত্রী হেমা মালিনী। তার পর থেকেই উদ্বেগে অনুরাগীরা। তবে খবর মেলে, ভেন্টিলেশনের তথ্য ভুয়ো। অভিনেতার স্বাস্থ্যের খবর দেন ছেলে সানি দেওলের সহকারী। প্রতিক্রিয়া জানান হেমাও।
সোমবার শেষযাত্রায় প্রবীণ অভিনেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন স্ত্রী হেমা মালিনী, মেয়ে ঈশা দেওল। এ ছাড়াও উপস্থিত হন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান-সহ ইন্ডাস্ট্রির অনেকে। প্রযোজক-পরিচালক কর্ণ জোহর লিখেছেন, “একটা যুগের অবসান ঘটল।”
আরও পড়ুন:
মাঝে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন প্রবীণ অভিনেতা। মাঝে মৃত্যুর ভুয়ো খবরে অত্যন্ত বিরক্ত হয়েছিলেন অভিনেতার পরিবারের সবাই। সেই সময়ে ছড়িয়ে পড়ে ধর্মেন্দ্রের প্রথম স্ত্রীর কান্নার একটি ভিডিয়ো। যে ভিডিয়ো দেখার পরে দর্শকের একাংশ ধরেই নিয়েছিলেন প্রবীণ অভিনেতা আর বেঁচে নেই। কিন্তু তাঁর পরিবারের তরফে মৃত্যুর খবর উড়িয়ে দেওয়া হয়।
২৪ নভেম্বরই প্রকাশ্যে এসেছে তাঁর অভিনীত ‘ইক্কিস’ ছবিতে তাঁর চরিত্রের প্রথম ঝলক। এ দিনই তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। জন্মদিনের আগে এই খবর মেনে নিতে পারছে না নায়কের অনুরাগীরা। আগামী মাসের ৮ তারিখে ৯০ বছর পূর্ণ হওয়ার কথা ছিল অভিনেতার। জন্মদিনের আগে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতেই তাঁকে নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছিলেন অনুরাগীরা। কিন্তু শেষরক্ষা হল না।