সোমবার হাসপাতালে ভর্তি হলেন আর এক প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া। তাঁর জামাতা বিকাশ ভল্লা এই খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন। জানা গিয়েছে, তিনি মুম্বইয়ের প্রথম সারির বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এখনই আশঙ্কার কিছু নেই। চলতি বছরের সেপ্টেম্বরে ৯০-এ পা রেখেছেন প্রেম।
বর্ষীয়ান অভিনেতার জামাতা বিকাশও অভিনয় করেন। তিনি জানিয়েছেন, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন অভিনেতা। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। নিয়মিত চিকিৎসার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। দিন কয়েক ভর্তি থাকতে হবে তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসা সম্পূর্ণ হলেই ছে়ড়ে দেওয়া হবে তাঁকে।
প্রসঙ্গত, ষাট-সত্তরের দশকের অন্যতম দাপুটে খলনায়ক ছিলেন প্রেম। ঝুলিতে ৩৮০টিরও বেশি ছবি। অন্য দিকে, বেশ কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন ধর্মেন্দ্র। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলিউড। সেই রেশ কাটতে না কাটতেই নতুন খবরে আশঙ্কা ছড়িয়েছে মায়ানগরীর অন্দরে।