যত দিন যাচ্ছে, ছোট পর্দার প্রতি বিতৃষ্ণা তৈরি হচ্ছে প্রবীণ অভিনেতা, অভিনেত্রীদের! কিছু দিন আগে অভিনেত্রী রত্না ঘোষাল জানিয়েছিলেন, তিনি আর ছোট পর্দায় অভিনয় করতে চান না। একই পথে অভিনেত্রী লিলি চক্রবর্তী। তাঁকে শেষ বার দর্শক দেখেছিলেন ‘নিমফুলের মধু’ ধারাবাহিকে। তার পর আর সে ভাবে ছোট পর্দায় তাঁকে দেখেননি দর্শক। আর কি ধারাবাহিকে অভিনয় করবেন না লিলি?
আনন্দবাজার ডট কমকে তিনি বললেন, “গল্প শুরু হয় এক ভাবে। তার পর সেই গল্প যে কোন দিকে গড়িয়ে যায়, তা বুঝতে পারি না। বিরক্ত লাগে এখন।” ভাল কাহিনি পেলে নিশ্চয়ই কাজ করবেন তিনি। কিন্তু একঘেঁয়েমির জন্য ছোট পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। বয়স হলেও কাজের খিদে এখনও তাঁর মনে। ভাল চরিত্রের জন্য অপেক্ষা করে থাকেন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। শুধু লিলি নন অনামিকা সাহাও এ বিষয়ে একমত।
অনামিকা বলেছিলেন, “বর্তমান প্রজন্মের সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া খুব কঠিন ব্যাপার। আর পারছি না। রত্না একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমিও চাই না আর অভিনয় করতে। কিন্তু বাড়িতে একা থাকতেও ভাল লাগে না।” সেটে এসে সকলের সঙ্গে কথা বলতে, গল্প করতে ভালবাসেন অভিনেত্রী। সেই টানেই রোজ সেটে যান অনামিকা। অভিনেত্রী বললেন, “সত্যিই চূড়ান্ত অব্যবস্থা। অভিনয় নিয়ে পড়াশোনাও কমে গিয়েছে।” ছোট পর্দা নয়, বড় পর্দায় ফিরতে চান অনামিকা।”