Advertisement
E-Paper

শেফালীর মৃত্যুতে টনক নড়েনি! ৭৭-এও নিজের ত্বকে কাটাছেঁড়া করার পক্ষে মুমতাজ়?

বয়স ধরে রাখার পদ্ধতির পক্ষে অভিনেত্রী মুমতাজ়। তিনি স্বীকার করেছেন প্রতি চার মাস অন্তর নিজের দুই গালে ফিলার করান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৬:২৩
Veteran Actress Mumtaz Using Fillers every 4 month she also supports Plastic Surgery

(বাঁ দিকে) শেফালী জরীওয়ালা, মুমতাজ। ছবি: সংগৃহীত।

২৯ জুন অভিনেত্রী শেফালী জরীওয়ালার আকস্মিক প্রয়াণে স্তম্ভিত বলিউড। প্রাথমিক ভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তার পর শোনা যায়, বার্ধক্য ঠেকানোর চিকিৎসাও করেছিলেন তিনি। গত কয়েক বছরে বহু মানুষের মৃত্যু হয়েছে ৪০ বছরের আশপাশে। বেশির ভাগই আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে। তা নিয়ে খানিক আতঙ্ক ছড়িয়েছে করোনা অতিমারি পরবর্তী কালে। তারই পাশাপাশি ‘অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট’ নিয়েও উঠছে প্রশ্ন।

কয়েক মাস আগেই করিনা কপূর বা মল্লিকা শেরাওয়াতের মতো অভিনেত্রীরা বোটক্স-এর বিরোধিতা করেছেন। কিন্তু প্লাস্টিক সার্জারি থেকে ফিলার— বয়স ধরে রাখার নানা কৃত্রিম পদ্ধতির পক্ষে মত প্রকাশ করলেন বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ়। তিনি স্বীকার করেছেন, প্রতি চার মাস অন্তর নিজের দু’গালে ফিলার করান।

তাঁর বয়স এখন ৭৭ বছর। বহু দিন হল রুপোলি পর্দা থেকে দূরে। তবু, ফিট রয়েছেন বলিউড অভিনেত্রী। নিয়মানুবর্তিতা মুমতাজ়ের সৌন্দর্যের অন্যতম চাবিকাঠি। অভিনেত্রী জানিয়েছেন, ভোর ৪টে নাগাদ তিনি ঘুম থেকে ওঠেন। সকাল ৭টায় শরীরচর্চা দিয়ে দিন শুরু করেন মুমতাজ়। তার পর খালি পেটে ডিটক্স জল পান করেন। তার পর কালো চা পান করেন। প্রাতরাশে খাবারের পরিমাণ থাকে খুবই সামান্য। ঘুমোতে যান রাত ১০টায়।

মুমতাজ় বলেন, ‘‘দুপুরের খাবারটুকু খাই। আমি সাধারণত রাতের খাবার খাই না। খিদে পেলে শুধু ফল খাই।’’ পাশাপাশি নিজের ত্বক নিয়েও সচেতন তিনি। নতুন প্রজন্মের নায়িকাদের মতোই নিজের ত্বকচর্চার জন্য ফিলার ব্যবহার করেন। এমনকি প্লাস্টিক সার্জারির পক্ষে তিনি। তাঁর কথায়, ‘‘ নিজেকে সুন্দর দেখতে কে না চায়! সে জন্য যদি প্লাস্টিক সার্জারির প্রয়োজনও হয়, করাতে আপত্তি নেই আমার। সুন্দর হওয়ার জন্যই তো এত কিছু! যদিও আমি ফেস লিফ্টার নয় বরং ফিলার ব্যবহার করি। এটা প্রায় দু’মাস চলে যায় আমার।’’ মুমতাজ় অস্ত্রোপচারের পক্ষে হলেও তিনি নিজে অবশ্য চেহারায় ছুরি কাঁচি চালানি বলেই জানান।

Mumtaz Veteran Actor Plastic Surgery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy