এক ঢাল খোলা চুল। চওড়া সিঁথি ভর্তি সিঁদুর। হাতে এক গুচ্ছ লাল চুড়ি, দু’কানে ভারি দুল। পরনে স্নিগ্ধ গোলাপি এবং সোনালি কাজের চুড়িদার। ভিকি কৌশলের হাতে হাত রেখে মুম্বইয়ের রাস্তায় ক্যাটরিনা কইফ। চরিত্রের খাতিরে কনে সেজেছেন আগেও। কিন্তু এ বার ধুমধাম করে সাত পাক ঘুরে স্বামীর সঙ্গে জনসমক্ষে এলেন নতুন সাজে।
মুম্বইয়ে বিমানবন্দরের বাইরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন নবদম্পতি। অনুরাগীদের উদ্দেশে এক গাল হাসি নিয়ে হাত নাড়লেন দু’জনেই। বিয়ের পর মধুচন্দ্রিমা কাটিয়ে শহরে ফিরলেন তাঁরা।
শোনা গিয়েছিল, কাজের ব্যস্ততার জন্য মধুচন্দ্রিমার পরিকল্পনা বাতিল করেছেন ‘ভিক্যাট’। বিয়ের অনুষ্ঠান শেষ করেই নাকি কাজে ফিরতে চেয়েছিলেন দু’জনে। কিন্তু সে সব গুঞ্জন উড়িয়ে দিলেন তাঁরা নিজেই। আত্মীয় পরিজন, বন্ধুদের সঙ্গে হইচই করে কিছুটা সময় নিভৃতে কাটিয়ে এলেন তাঁরা।