Advertisement
E-Paper

ক্যাটরিনা ও ভিকি এখন পুত্রসন্তানের বাবা-মা, অনুভূতি কেমন জানালেন অভিনেতা

সন্তান হওয়ার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি ক্যাটরিনাকে। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে ভিকি এসেছিলেন, পুত্র হওয়ার পরে তাঁর অনুভূতি এখন কেমন, জানালেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪৯
Vicky Kaushal opens up about the feeling having baby boy with katrina kaif

সন্তানকে নিয়ে কেমন দিন কাটাচ্ছেন ভিকি-ক্যাটরিনা? ছবি: সংগৃহীত।

গত ৭ নভেম্বর ভূমিষ্ঠ হয় ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের পুত্রসন্তান। বিয়ের পর থেকেই হাতে গোনা কাজ করছিলেন ক্যাটরিনা। গত দু’বছরে একটি ছবি হাতে নেননি। অবশেষে ভিকি-ক্যাটের সংসারে নতুন অতিথি। সন্তান হওয়ার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি অভিনেত্রীকে। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসেছিলেন ভিকি। পুত্র হওয়ার পরের অনুভূতি কেমন, জানিয়েছেন তিনি।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভিকি ও ক্যাটরিনা জানান, সংসারে আসছে নতুন সদস্য। স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। প্রচুর ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”

বাবা হওয়ার পরে খুশি যেন ভাষায় প্রকাশ করতে পারছেন না ভিকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘‘এ বছরটা আমার জীবনের সব থেকে বড় ঘটনা হল বাবার দায়িত্ব পাওয়া। আমি সবসময় ভেবেছিলাম এই দিনটা যেদিন আসবে হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব। আসলে এই মুহূর্তে যেন মাটির মানুষ করে দিল আমাকে।’’ এখন ছেলের নাম ঠিক করেননি তাঁরা। ছেলেকে প্রকাশ্যেও আনেননি। তবে খুবই শীঘ্রই ছেলের নাম ঘোষণা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন ভিকি।

Vicky Kaushal Katrina Kaif new born baby
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy