Advertisement
E-Paper

নিজেকে আলুর সঙ্গে তুলনা করে ইনস্টাগ্রামে পোস্ট জনপ্রিয় বলিউড তারকার

বর্তমান সমাজ দৌড়ে যখন একে অপরকে ছাপিয়ে যাওয়ার হিড়িক সর্বত্র, তখন একটি ইনস্টাগ্রাম পোস্টে সবার সামনেই নিজেকে আলুর সঙ্গে তুলনা করে বসলেন বলিউডের এক তারকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৯ ২০:২৬
নিজের ছোটবেলার ছবি পোস্ট ইনস্টাগ্রামে।  ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

নিজের ছোটবেলার ছবি পোস্ট ইনস্টাগ্রামে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

নিজেকে নিয়ে ঠাট্টা করতে ক’জন পারেন! বর্তমান সমাজ দৌড়ে যখন একে অপরকে ছাপিয়ে যাওয়ার হিড়িক সর্বত্র, তখন একটি ইনস্টাগ্রাম পোস্টে সবার সামনেই নিজেকে আলুর সঙ্গে তুলনা করে বসলেন বলিউডের এক তারকা।

এই বলিউড তারকা সোমবার নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করে সেখানে নিজেকে আলুর সঙ্গে তুলনা করেছেন। সম্প্রতি একটি সিনেমায় সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরষ্কারও জিতেছেন। কি এখনও ধরতে পারছেন না?

হ্যাঁ, ঠিকই ধরেছেন। ইনি আর কেউ নন ‘দ্য সার্জিকাল স্ট্রাইক’ খ্যাত ভিকি কৌশল। আজ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজেই ছবিটি পোস্ট করেন তিনি। সঙ্গে ছবির ক্যাপশনে লেখেন, ‘ফ্রিজ পট্যাটো। সিরকা ‘৮৮।’ অর্থাৎ ১৯৮৮ সালে ফ্রিজে রাখা আলু।

কিন্তু এই পোস্টটির থেকেও বেশি নজর কেড়েছেন তাঁর ভাই এবং অভিনেতা সানি কৌশলের করা কমেন্ট। সানি কৌশল লিখেছেন, 'কমপ্লিমেন্ট অর্জন করারও একটা সীমা থাকে বন্ধু। এমনিতে তো তুই হট। এরপর কি কিউটনেসেরও খাতা খুলবি নাকি।'

এর উত্তরে আবার ভিকি লেখেন, 'তুই ফেরত আয় একবার।'

দেখুন সেই পোস্ট-

Fridge potato. Circa ‘88.

A post shared by Vicky Kaushal (@vickykaushal09) on

মুহূর্তের মধ্যে ইনস্টাগ্রামে পোস্টটি ভাইরাল হয়ে যায়। যেখানে আবার বলিউডের অন্যান্য সেলিব্রেটিদেরও কমেন্ট করতে দেখা যায়। যেমন, বিখ্যাত ডিজাইনার মাসাবা গুপ্ত লিখেছেন, 'তুমি সম্পূর্ণ আমার জমজ ভাইয়ের মতো দেখতে।' এছাড়াও তাঁর একজন ফ্যান লিখেছেন, 'আমার তো শুরু থেকেই আলু খুব পছন্দের।'

আরও পড়ুন: মহানগরের অন্য মুখ দেখাল ওয়েব ফিল্ম ‘সত্যমেব জয়তে’

ভিকি কৌশল সম্প্রতি দ্য সার্জিকাল স্ট্রাইকের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরষ্কার জিতেছেন। যদিও সেই পুরষ্কারে ভাগ রয়েছে আয়ুষ্মান খুরানারও। তিনি ‘আন্ধাধুন’এর জন্য এই কৃতিত্ব অর্জন করেছিলেন। বর্তমানে ভিকি একাধিক বড় প্রোজেক্টে সাইন করেছেন। যার মধ্যে রয়েছে কারান জোহারের ‘তাকাত’ও। যেখানে ভিকি কৌশলের সঙ্গে দেখা মিলবে আলিয়া ভট্ট, রনবীর কপূর, জাহ্নবী কপূর, কারিনা কপূর, অনিল কপূর ও ভূমি পাদনেকরের মতো বলিউড তারকাদের।

আরও পড়ুন: ‘তোমাকে যৌনকর্মীর মতো দেখতে লাগে’, উত্তরে স্বস্তিকা বললেন...

সর্দার উধম সিংহের বায়পিকেও প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়াও একটি ভুতের সিনেমাতেও দর্শকদের মনোরঞ্জন করতে দেখা যাবে ভিকি কৌশলকে। 'ভুত-পার্ট ওয়ান: দ্য হন্টেড শিপ।'

Vicky Kaushal Sunny Kaushal Bollywood Celebrities Childhood Instagram Post
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy