শরীরচর্চা নয়, অভিনয়ও নয়, নয় কোনও ডান্স ভিডিয়োও। হালফিলে ভিকি কৌশলের নতুন হবি বীণায় সুর তোলা। বিশ্বাস হচ্ছে না? নিজের চোখেই দেখে নিন...অভিনেতা ভিকি কখনও ট্র্যাডিশনাল পোশাকে বীণা বাজাচ্ছেন আবার কখনও বা মাথায় হিপহপ টুপি পরেই তান তুলছেন বীণায়। ‘ক্রাশ’-এর এই গুণও আছে দেখে ভিকি অনুরাগীরা তো অবাক! ভুলচুক যে হচ্ছে না তা নয়, মাঝেমধ্যেই সুর হয়ে যাচ্ছে বেসুরো। কিন্তু চেষ্টা রয়েছে ষোলোআনা।
স্বাধীনতা দিবসের দিনই বিকেল বেলা হঠাৎই তাঁরই অভিনীত ছবি ‘রাজি’-র গান ‘এ ওয়াতন মেরে ওয়াতন’ দিয়ে বীণায় সুর তোলেন ভিকি। ভিকির চেষ্টায় মুগ্ধ হয়ে একের পর এক কমেন্ট করতে থাকেন অনুরাগ কাশ্যপ, সিদ্ধান্ত চতুর্বেদীরা। এমনকি গায়ক, সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবনও প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে। লেখেন, “খুব সুন্দর হয়েছে ভিকি। অনেক ভালবাসা।”
Ae Watan, Watan mere, abaad rahe Tu! 🇮🇳 . . शुक्रिया @radhikaveenasadhika ji. 😊🙏
ঠিক দু’দিন পর আবারও বীণা হাতে আর একটি পোস্ট ভিকির। এবার তিনি বাজাচ্ছেন ইমন রাগ। নেহাতই শখ নয়, বীণা বাজানোর পাঠ যে ভিকি বেশ মন দিয়েই নিতে শুরু করেছেন তা আঁচ করাই যায়। সুরের এদিক-ওদিক হলেও ভিকির ভক্তরা ‘মাফ’ করে দিয়েছেন তাঁকে। কুনাল খেমু লিখেছেন, ‘ওয়াহ! উস্তাদ, ওয়াহ!”
Another one from the lot... an attempt at Raag Yaman. Miss these sessions. 🤓 . #SaraswatiVeena #9M 🎁
প্রশ্ন জাগছে, আলিয়া-পরিণীতি-প্রিয়ঙ্কার মতো অভিনয়ের পাশপাশি ভিকি কি তবে এন্ট্রি নিচ্ছেন মিউজিক ইন্ডাস্ট্রিতেও?