বেঙ্গালুরু বিমানবন্দরে আক্রান্ত দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। হামলা চালালেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিলেন আর এক ব্যক্তি। বুধবার টুইটারে সে ভিডিয়ো দিতেই নিমেষে ছড়িয়ে পড়েছে চার দিকে।
কী দেখা যাচ্ছে ভিডিয়োয়?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর— গত মঙ্গলবার মধ্য রাতে 'মাস্টার শেফ তামিল' অনুষ্ঠানের শ্যুটিংয়ের জন্য বেঙ্গালুরু পৌঁছন বিজয়। দেহরক্ষীদের সঙ্গে বিমানবন্দরের ভিতর দিয়েই হেঁটে যাচ্ছিলেন তিনি। ভিডিয়োয় দেখা যায়, আচমকা পিছন থেকে এক ব্যক্তি ছুটে এসে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়েন। বিজয়কে তৎক্ষণাৎ অন্যত্র সরানো হয়। বিমানবন্দরের পুলিশকর্মীরা ছুটে এসে সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আটক করেন।