নারী স্বাধীনতা নিয়ে ছবি করেছিলেন বিকাশ বহেল। সেই ‘কুইন’-এর পরিচালকের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ উঠল। যদিও বিকাশ সেই অভিযোগ অস্বীকার করেছেন।
যিনি অভিযোগ করেছেন তিনি বিকাশের প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মসেরই কর্মী। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানেও ফ্যান্টম ফিল্মসের সঙ্গে যুক্ত। সংস্থার অনেকে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন মাস কয়েক আগে। সেখানেই নাকি ঘটনাটি ঘটে বলে অভিযোগ। প্রযোজনা সংস্থা অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটিও করেছে। ফ্যান্টমের সহযোগী সংস্থা রিল্যায়ান্সও চায় ঘটনার তদন্ত হোক। খবর বলছে, বিকাশ গত ২৮ মার্চ থেকে কাজে আসছেন না। জানা যাচ্ছে, অনুরাগ কাশ্যপই নাকি তাঁকে অফিসে আসতে নিষেধ করেছেন।
পরিচালক অবশ্য কাজে না আসার কারণ হিসেবে তাঁর মায়ের অসুস্থার কথা বলছেন। শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করে বিকাশের বক্তব্য, ‘‘আমার বিরুদ্ধে কোনও অভিযোগ হয়নি। ঘটনাটি আমি শুনেছি। মেয়েটি আমার পরিচিত। আমরা বন্ধু। মেয়েটির যদি মনে হয় আমি কিছু ঘটিয়েছি, তা হলে আমি ওর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। জানতে চাই কোথায় সীমা লঙ্ঘন করলাম? তাও যদি মেয়েটি মনে করে ওকে আঘাত করেছি, তা হলে ক্ষমা চেয়ে নেব আমি।’’