টলিউডের নায়িকা মিমি চক্রবর্তী। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে নায়িকার পাশাপাশি তিনি এখন সাংসদ। অভিনয় ও সংসদে উপস্থিতি- এই দুই কাজ বেশ দক্ষতার সঙ্গেই সামলাচ্ছেন তিনি। কিন্তু ঘরে ফিরে অবসর সময় তিনি কাটান নিজের প্রিয়জনের সঙ্গেই। গতকাল, সোমবার সেই প্রিয়জনদের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন মিমি। সেই ছবি দেখতে আগ্রহী হয়ে পড়েছেন নেটিজেনরা।
নিজের প্রিয়জনের সেই ছবিগুলি পোস্ট করে তৃণমূলের এই সাংসদ লিখেছেন, ‘টু মাই লাইফলাইনস’। সেই সব ছবিতে মিমিকে দেখা যাচ্ছে, তাঁর প্রিয়জনকে আদর করতে।
মিমির এই বিশেষ বন্ধুরা তাঁর সঙ্গেই থাকে। তাদের এক জনের নাম জ্যাক ৷ অন্যজন হলেন ম্যাক্স। এই দুই সারমেয়ই হল মিমির লাইফলাইন।
To my lifelines #internationaldogsday
গতকাল, ছিল ইন্টারন্যাশনাল ডগ ডে। সেই উপলক্ষেই নিজের পোষ্যদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মিমি। আর সেই ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: পাঁচতারা হোটেলের খাবারে পোকা পেলেন প্রিয়ঙ্কা চোপড়ার বোন!
আরও পড়ুন: সমুদ্রের ধারে অঙ্গদের সঙ্গে রোদ মাখছেন নেহা! দেখুন সেই সব ছবি